শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

নোবিপ্রবিতে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৪ জুন ২০২৪, ০০:০০
নোবিপ্রবিতে সমঝোতা স্মারক স্বাক্ষর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস (আইআইটি)-এর সঙ্গে তিনটি বড় সফটওয়ার ইন্ডাস্ট্রির সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে। রাজধানী ওয়াটারফল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে ১১ জুন এই সমঝোতা স্মারকটি (গড়ট) স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর মো. দিদার-উল-আলম উপস্থিত ছিলেন।

ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের আয়োজনে অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আইআইটির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম হোসেন। সফটওয়ার ইন্ডাস্ট্রি জেনুইটি সিস্টেম লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার এইচ আর এডমিন মো. হাবিবুর রহমান, ফ্রনটেক লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর সিইও রেদোয়ান ফেরদৌস এবং ভেন্ডি লিমিটেডের পক্ষে ফাউন্ডার অ্যান্ড সিইও মো. শরিফ মুক্তাদির স্বাক্ষর করেন।

আইআইটির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে