শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ঢাবিতে জলবায়ু পরিবর্তন-জনস্বাস্থ্য বিষয়ক সার্টিফিকেট কোর্স উদ্বোধন

শিক্ষা জগৎ ডেস্ক
  ১২ জুন ২০২৪, ০০:০০
ঢাবিতে জলবায়ু পরিবর্তন-জনস্বাস্থ্য বিষয়ক সার্টিফিকেট কোর্স উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য' বিষয়ক তিন মাসব্যাপী একটি সার্টিফিকেট কোর্স শুরু হয়েছে। ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড হেলথ প্রমোশন ইউনিট (সিসিএইচপিইউ)-এর যৌথ উদ্যোগে এই সার্টিফিকেট কোর্সের উদ্বোধন করা হয়।

ভূতত্ত্ব বিভাগের প্রফেসর এম. এ লতিফ মিলনায়তনে ৮ জুন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এবং ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিলস্নুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, জাতিসংঘের ইআরডি উইং-এর প্রধান এ কে এম সোহেল, পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল-এর জলবায়ু বিষয়ক সিনিয়র ডিরেক্টর ডেভিড শিমকুস, যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা এফসিডিও-এর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. মো. শফিকুল ইসলাম এবং সিসিএইচপিইউ-এর কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ইকবাল কবীর।

উলেস্নখ্য, এই কোর্সে শিক্ষক, গবেষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও প্রতিনিধিসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে