জানার আছে অনেক কিছু
প্রকাশ | ১১ জুন ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: কোন ভিটামিনকে বায়োটিন বলে?
উত্তর: ভিটামিন ঐ /ভিটামিন ই৭
প্রশ্ন: কোন ভিটামিন ক্ষতস্তান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তর: ভিটামিন ক
প্রশ্ন: দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি?
উত্তর: ভেগাস।
প্রশ্ন: চাঁদে বা অন্য গ্রহে নিলে বস্তুর কী পরিবর্তন ঘটবে?
উত্তর: বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে।
প্রশ্ন: বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বফের গলনাঙ্ক কমে না বাড়ে?
উত্তর: কমে।
প্রশ্ন: রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমেনিয়াম ব্যবহার করা হয় কেন?
উত্তর: কারণ এতে দ্রম্নত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়।
প্রশ্ন: গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয়?
উত্তর: পাকস্থলী।
প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়?
উত্তর: ভিটামিন- ই২
প্রশ্ন: মানুষের রক্তের চঐ কত?
উত্তর: ৭.৪
প্রশ্ন: কোন হরমোন রক্তচাপ বাড়ায়?
উত্তর: আড্রিনালিন।
প্রশ্ন: লিনিয়াস সারা উদ্ভিদ জগতকে কয় ভাগে ভাগ করেছিলেন?
উত্তর: ২৪টি ভাগে।
প্রশ্ন: প্রাকৃতিক শ্রেণিবিন্যাস কোন বিজ্ঞানী প্রবর্তন করেন?
উত্তর: বেন্থাম ও হুকার।
প্রশ্ন: পাইরিনয়েড ডানা কোন কোষ অঙ্গানুতে পাওয়া যায়?
উত্তর: পস্নাস্টিড।
প্রশ্ন: পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে?
উত্তর: ১০০ক্কঈ
প্রশ্ন: সার হিসাবে ব্যবহার করা হয় এমন শৈবালের নাম কী?
উত্তর: অ্যানাবিনা, নস্টক।
প্রশ্ন: দেহে আমিষের কাজ কী?
উত্তর: দেহ কোষ গঠনে সহায়তা করে।