একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ১০ জুন ২০২৪, ০০:০০

মো. শাহিনুর রহমান, প্রভাষক (আইসিটি), বিএএফ শাহীন কলেজ, যশোর
২৩৮. বাংলাদেশের রাষ্ট্রীয় মোবাইল কোম্পানি কোনটি? ক) গ্রামীণফোন খ) টেলিটক গ) এয়ারটেল ঘ) রবি উত্তর : খ) টেলিটক ২৩৯. মোবাইলের প্রজন্ম কয়টি? ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি উত্তর :গ) ৫টি ২৪০. কত সালকে মোবাইলের প্রথম প্রজন্ম বলা হয়? ক) ১৯৭৯-১৯৯০ খ) ১৯৯১-২০০০ গ) ২০০০-২০১০ ঘ) ২০০১-২০১৫ উত্তর : ক) ১৯৭৯-১৯৯০ ২৪১. প্রথম প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য হলো- র. অ্যানালগ সিগন্যাল ব্যবহৃত হয় রর. মাইক্রোপ্রসেসর ও সেমিকন্ডাক্টর ব্যবহৃত হয় ররর. কথা বলা অবস্থায় ব্যবহারকারীর স্থান পরিবর্তন করলে সংযোগ বিচ্ছিন্ন হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, ররর ও ররর উত্তর :ঘ) র, ররর ও ররর ২৪২. প্রথম প্রজন্মের মোবাইল হলো- র. অগচঝ (অফাধহপবফ গড়নরষব চযড়হব ঝুংঃবস) রর. ঘগঞ (ঘড়ৎফরপ গড়নরষব ঞবষবঢ়যড়হব) ররর. ঞঅঈঝ (ঞড়ঃধষ অপপবংং ঈড়সসঁহরপধঃরড়হ ঝুংঃবস) নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, ররর ও ররর উত্তর :ঘ) র, ররর ও ররর ২৪৩. কত সালকে মোবাইলের দ্বিতীয় প্রজন্ম বলা হয়? ক) ১৯৭৯-১৯৯০ খ) ১৯৯১-২০০০ গ) ২০০০-২০১০ ঘ) ২০০১-২০১৫ উত্তর :খ) ১৯৯১-২০০০ ২৪৪. দ্বিতীয় প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য হলো- র. ডিজিটাল সিগন্যাল ব্যবহৃত হয় রর. ঝগঝ, গগঝ এবং ইন্টারনেট সেবা চালু হয় ররর. আন্তর্জাতিক রোমিং সেবা চালু হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, ররর ও ররর উত্তর : ঘ) র, ররর ও ররর ২৪৫. দ্বিতীয় প্রজন্মের মোবাইলের স্ট্যান্ডার্ড হলো- র. উরমরঃধষ অগচঝ রর. এঝগ ৯০০ ররর. চউঅ (চবৎংড়হষধ উরমরঃধষ অংংরংঃধহঃ) নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ)রও ররর ঘ)র, রর ওররর উত্তর : ঘ)র, রর ওররর ২৪৬. কত সালকে মোবাইলের তৃতীয় প্রজন্ম বলা হয়? ক) ১৯৭৯-১৯৯০ খ) ১৯৯১-২০০০ গ) ২০০১-২০০৮ ঘ) ২০০৯-২০২০ উত্তর : গ) ২০০১-২০০৮ ২৪৭. আইপি নেটওয়ার্ক চালু হয় কোন প্রজন্মের মোবাইলে? ক) ২য় খ) ৩য় গ) ৪র্থ ঘ) ৫ম উত্তর : গ) ৪র্থ ২৪৮. তৃতীয় প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য হলো- র. সার্কিট সুইচিং ও প্যাকেট সুইচিং-এর ব্যবহার রর. ঠরফবড় ঈড়হভবৎবহপরহম সেবা চালু ররর. মোবাইল ব্যাংকিং, টিভি দেখা, ই-কমার্স সেবা চালু নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ২৪৯. তৃতীয় প্রজন্মের মোবাইলের স্ট্যান্ডার্ড হলো- র. ঐঝচঅ (ঐরময ঝঢ়ববফ চধপশবঃ অপপবংং) রর.টগঞঝ (টহরাবৎংধষ গড়নরষব ঈড়সসঁহরপধঃরড়হ ঝুংঃবস) ররর. ঊউএঊ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, ররর ও ররর উত্তর : ঘ) র, ররর ও ররর ২৫০. মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়? ক) ১ম খ) ২য় গ) ৩য় ঘ) ৪র্থ উত্তর : খ) ২য় ২৫১. কোন দেশে সর্বপ্রথম ৩এ নেটওয়ার্ক চালু হয়? ক) জাপানে খ) সিঙ্গাপুরে গ) আমেরিকাতে ঘ) উত্তর কোরিয়ায় উত্তর : ক) জাপানে ২৫২. কত সালকে মোবাইলের চতুর্থ প্রজন্ম বলা হয়? ক) ১৯৯১-২০০০ খ) ২০০৯-২০২০ গ) ২০১৫-২০২০ ঘ) ২০২০-২০২২ উত্তর : খ) ২০০৯-২০২০ ২৫৩. ৪এ চালু হয় কোন প্রজন্মের মোবাইলে? ক) ১ম খ) ২য় গ) ৩য় ঘ) ৪র্থ উত্তর : ঘ) ৪র্থ ২৫৪. ৩এ-এর তুলনায় ৪এ-এর গতি কতগুণ বেশি? ক) ১০ গুণ খ) ২০ গুণ গ) ৫০ গুণ ঘ) ৭০ গুণ উত্তর : গ) ৫০ গুণ ২৫৫. ত্রিমাত্রিক বা ৩উ-এর ব্যবহার শুরু হয় কোন প্রজন্ম থেকে? ক) ২য় খ) ৩য় গ) ৪র্থ ঘ) ৫ম উত্তর : গ) ৪র্থ ২৫৬. নিচের কোনটি দ্বারা ৪এ নির্দেশ করে? ক) খঞঊ খ) চউঅ গ) ঐঝচঅ ঘ) অগচঝ উত্তর : ক) খঞঊ ২৫৭. খঞঊ-এর পূর্ণরূপ কোনটি? ক) খড়হম ঞবপযহড়ষড়মু ঊাধষঁধঃরড়হ খ) খড়হম ঞবৎস ঊাধষঁধঃরড়হ গ) খড়হম ঞবৎস ঊহারৎড়হসবহঃ ঘ) খধঃবংঃ ঞবপযহড়ষড়মু ঊহারৎড়হসবহঃ উত্তর : খ) খড়হম ঞবৎস ঊাধষঁধঃরড়হ ২৫৮. গগঝ-এর পূর্ণরূপ কোনটি? ক) গঁষঃরসবফরধ গড়নরষব ঝুংঃবস খ) গঁষঃরসবফরধ গবংংধমব ঝবৎারপব গ) গঁষঃরসবফরধ গবংংধমব ঝবপঁৎরঃু ঘ) গড়নরষব গবংংধমব ঝবৎারপব উত্তর : খ) গঁষঃরসবফরধ গবংংধমব ঝবৎারপব ২৫৯. এচজঝ-এর পূর্ণরূপ কোনটি? ক) এবহবৎধষ চধপশবঃ জধফরড় ঝবৎারপব খ) এৎধসববহ চধপশবঃ জধফরড় ঝবৎারপব গ) এবহবৎধষ চৎড়ঃড়পড়ষ জধফরড় ঝবৎারপব ঘ) এবহবৎধষ চধপশবঃ জধফরড় ঝবপঁৎরঃু উত্তর : ক) এবহবৎধষ চধপশবঃ জধফরড় ঝবৎারপব ২৬০. ৪এ নেটওয়ার্কে প্রতি বর্গকিলোমিটারে কতজন ব্যবহারকারী ব্যবহার করতে পারে? ক) এক লক্ষ খ) দশ লক্ষ গ) এক কোটি ঘ) দশ কোটি উত্তর : ক) এক লক্ষ হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়