প্রশ্ন: গ্যালিলিও কী?
উত্তর: পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।
প্রশ্ন: কার্পাস তুলা থেকে কোন তন্তুটি পাওয়া যায়?
উত্তর: অ্যাসবেসটস।
প্রশ্ন: বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন?
উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।
প্রশ্ন: গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু?
উত্তর: ফাইলেরিয়া ক্রিমি।
প্রশ্ন: কোন কোষ অঙ্গানুকে ক্লডের ডানা বলা হয়?
উত্তর: রাইবোজোম।
প্রশ্ন: গতিশীল ট্রেনে বসে থাকা ব্যক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে?
উত্তর: স্থির মনে হবে।
প্রশ্ন: কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার?
উত্তর: সামুদ্রিক কচ্ছপ।
প্রশ্ন: কোন বিজ্ঞানী রক্তের শ্রেণিবিভাগ করেন?
উত্তর: কার্ল ল্যান্ডস্টেইনার।
প্রশ্ন: কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়?
উত্তর: ভিটামিন অ ও উ
প্রশ্ন: সূর্য থেকে হঠাৎ আলো আসা বন্ধ হয়ে গেলে তা আমরা অনুভব করতে পারি কতক্ষণ পর?
উত্তর: ৮ মিনিট ৩২ সেকেন্ড পর।
প্রশ্ন: মৃতু্যর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারণ কী?
উত্তর: এটিপি কমে যাওয়া।
প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না?
উত্তর: তিমি।
প্রশ্ন: যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কী বলে?
উত্তর: কোপ্রোফ্যাগি।
প্রশ্ন: কোন কীটনাশকের ছোয়ায় পতঙ্গদের মৃতু্য ঘটতে পারে?
উত্তর: প্যারাথিয়ন।
প্রশ্ন: মৌমাছি গড়ে কতদিন বাঁচে?
উত্তর: ৫০ থেকে ৬০ দিন।
প্রশ্ন: মহিলাদের দেহে অস্টিওপোরোসিস কোন বয়সে দেখা যায়?
উত্তর: ৪০ থেকে ৪৫ বছর বয়সে।