রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৭ জুন ২০২৪, ০০:০০
ড. আবদুলস্নাহ আল মুতী

প্রশ্ন:সার হিসেবে কোন পদার্থটি ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয়?

উত্তর:ইউরিয়া।

প্রশ্ন:তামা ও টিনের মিশ্রণে কি হয়?

উত্তর:ব্রোঞ্জ।

প্রশ্ন:গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কেন?

উত্তর: কালো কাপড় শরীরের তাপ কে বাহিরে যেতে দেয় না।

প্রশ্ন: কাচ কি দিয়ে তৈরি?

উত্তর:ঝর০২, যার অন্য নাম সিলিকা।

প্রশ্ন:লাফিং গ্যাস কি?

উত্তর:ঘড়২

প্রশ্ন:কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী?

উত্তর:রেডন, এটি একটি নিষ্ক্রিয় গ্যাস।

প্রশ্ন:কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন?

উত্তর:প্রস্বেদন রোধ করার জন্য।

প্রশ্ন:এইডস রোগ দেহের কোন কণিকা ধ্বংস করে?

উত্তর:শ্বেত কনিকা।

প্রশ্ন:তাপে কোন ভিটামিন নষ্ট হয়?

উত্তর:ভিটামিন সি।

প্রশ্ন:বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন?

উত্তর:ড. আবদুলস্নাহ আল মুতী।

প্রশ্ন:ক্লোনিং এর মাধ্যমে জম্ম নেওয়া সর্বপ্রথম ভেড়ার নাম কি?

উত্তর:ডলি।

প্রশ্ন:ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?

উত্তর:গলা।

প্রশ্ন:যানবাহনের কালো ধোঁয়া কিভাবে পরিবেশ দূষিত করে?

উত্তর:বাতাসে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি।

প্রশ্ন:উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি?

উত্তর:৯টি।

প্রশ্ন:বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?

উত্তর:সাভারে।

প্রশ্ন:কোনটি থেকে ঈঋঈ নির্গত হয় না?

উত্তর:কাগজের মিল।

প্রশ্ন:কোথায় দিন-রাত্রি সমান?

উত্তর:নিরক্ষরেখায়।

প্রশ্ন:কোন নভোচারী সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন?

উত্তর:ইউরি গ্যাগারিন।

প্রশ্ন:মানুষ প্রথম কবে চন্দ্রে অবতরণ করেন?

উত্তর:১৯৬৯, ২১ জুলাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে