জবিতে প্রথমবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু
প্রকাশ | ০৬ জুন ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪ জুন এ তথ্য জানানো হয়।
প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ৭ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ফি ৫ হাজার টাকা প্রদান করে সম্পন্ন করতে হবে। এরপর প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ৮ জুন বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে এসে ভর্তির কাগজপত্রাদি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), বিবিএ প্রথমবর্ষে 'ক' 'খ' ও 'গ' ইউনিটে অনলাইনে টাকা জমা দিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৬ জুন থেকে ৮ জুনের মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে আসতে হবে। সেখানে ভর্তির একনোলেজমেন্ট স্স্নিপ প্রদর্শনপূর্বক এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্রের মূলকপি জমা দিয়ে অ্যাপিস্নকেন্ট ফর্ম সংগ্রহ করে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। ভর্তি সংক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জিএসটির বিস্তারিত তথ্য িি.িলহঁ.ধপ.নফ ও িি.িমংঃধফসরংংরড়হ.ধপ.নফ ওয়েবসাইটে দেওয়া হয়েছে।