একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রকাশ | ০৬ জুন ২০২৪, ০০:০০
মো. শাহিনুর রহমান, প্রভাষক (আইসিটি), বিএএফ শাহীন কলেজ, যশোর
ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার
১৬৯. যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কেনেডি স্পেস সেন্টার থেকে কত তারিখে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়?
ক) ৩০ মার্চ, ২০১৮ খ) ১১ মে, ২০১৮
গ) ১১ এপ্রিল, ২০১৮ ঘ) ১১ জুন, ২০১৮
উত্তর :খ) ১১ মে, ২০১৮
১৭০. ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে ৩০০
এঐু হতে ৪৩০ ঞঐু রেঞ্জকে বলে-
ক) ওহভৎধৎবফ খ) জধফরড়ধিাব
গ) গরপৎড়ধিাব ঘ) ঝধঃবষষরঃব
উত্তর : ক) ওহভৎধৎবফ
১৭১. ইফ্রারেড আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
ক) মার্কনি
খ) হেনরিক রুডলফ হার্টজ
গ) উইলিয়াম হার্শেল
ঘ) ভিক্টর ভিক হেয়েস
উত্তর :গ) উইলিয়াম হার্শেল
১৭২. ঘরের দেয়াল বা শক্ত বস্তু ভেদ করতে পারে না কোনটি?
ক) রেডিও ওয়েভ খ) মাইক্রোওয়েভ
গ) ইনফ্রারেড ঘ) স্যাটেলাইট
উত্তর :গ) ইনফ্রারেড
১৭৩. টেলিভিশনের রিমোর্ট কন্ট্রোলে ব্যবহৃত
হয় কোনটি?
ক) জধফরড়ধিাব খ) ওহভৎধৎবফ
গ) গরপৎড়ধিাব ঘ) ইষঁবঃড়ড়ঃয
উত্তর :খ) ওহভৎধৎবফ
১৭৪. ইনফ্রারেডে সর্বোচ্চ কত মিটার দূরত্ব পর্যন্ত সক্রিয় থাকে?
ক) ১০ মি. খ) ২০ মি.
গ) ৩০ মি. ঘ) ৪০ মি.
উত্তর : গ) ৩০ মি.
১৭৫. হটস্পট কী?
ক) তারযুক্ত নেটওয়ার্ক এলাকা
খ) তারবিহীন নেটওয়ার্ক এলাকা
গ) নির্দিষ্ট উত্তপ্ত এলাকা
ঘ) বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা
উত্তর : খ) তারবিহীন নেটওয়ার্ক এলাকা
১৭৬. মডেমের ব্যবহার হলো-
র. ডিজিটাল সংকেতকে এনালগ সংকেতে পরিণত করে
রর. প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে
ররর. এনালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, ররর ও ররর
উত্তর :ঘ) র, ররর ও ররর
১৭৭. বস্নুটুথ উদ্ভাবনকারী প্রতিষ্ঠান কোনটি?
ক) নোকিয়া খ) স্যামসাং
গ) এরিকসন ঘ) মাইক্রোসফট
উত্তর : গ) এরিকসন
১৭৮. সর্বোচ্চ কত দূরত্বে বস্নুটুথের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা যায়?
ক) ১০০ মিটার খ) ২০০ মিটার
গ) ৩০০ মিটার ঘ) ৪০০ মিটার
উত্তর : ক) ১০০ মিটার
১৭৯. বস্নুটুথের সাহায্যে তৈরি নেটওয়ার্ককে কি বলে?
ক) স্ক্যাটারনেট খ) পিকোনেট
গ) স্স্নাভনেট ঘ) মেট্রোনেট
উত্তর :খ) পিকোনেট
১৮০. একটি পিকোনেটে একই সময়ে
সর্বাধিক কতটি ডিভাইস সংযোগ দেওয়া যায়?
ক) ৮ খ) ১২৮
গ) ২৫৫ ঘ) ৫১২
উত্তর :গ) ২৫৫
১৮১. একটি বস্নুটুথ পিকোনেটে একই সময়ে সর্বাধিক কতটি সক্রিয় ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান করা যায়?
ক) ৮ খ) ১২৮
গ) ২৫৫ ঘ) ৫১২
উত্তর : ক) ৮
১৮২. নিচের কোনটি বস্নুটুথ স্ট্যান্ডার্ড?
ক) ওঊঊঊ ৮০২.১১ খ) ওঊঊঊ ৮০২.১২
গ) ওঊঊঊ ৮০২.১৬ ঘ) ওঊঊঊ ৮০২.১৫
উত্তর : ঘ) ওঊঊঊ ৮০২.১৫
১৮৩. দুটি পিকোনেট পাশাপাশি যুক্ত থাকাকে কি বলে?
ক) স্ক্যাটারনেট খ) সাব পিকোনেট
গ) মাস্টার পিকোনেট ঘ) বস্নুটুথ নেট
উত্তর :ক) স্ক্যাটারনেট
১৮৪. কোন ব্যক্তিকে বস্নুটুথের জনক বলা হয়?
ক) জ্যাপ হার্টসেন
খ) ভিক্টর ভিক হেইয়েস
গ) প্রফেসর পলরাজ
ঘ) উইলিয়াম হার্শেল
উত্তর : ক) জ্যাপ হার্টসেন
১৮৫. ডর-ঋর-এর পূর্ণরূপ কোনটি?
ক) ডরৎবষবংং ঋরৎবহফষু
খ) ডরৎবষবংং ঋরফবষরঃু
গ) ডরৎবষবংং ঋবধংরনরষরঃু
ঘ) ডরৎব ঋরৎবহফষু
উত্তর : খ) ডরৎবষবংং ঋরফবষরঃু
১৮৬. ইন্টারনেট অ্যাকসেসের জন্য রিভর নেটওয়ার্কভুক্ত এলাকাকে কি বলা হয়?
ক) হটস্পট খ) ওয়াইম্যাক্স
গ) পিকোনেট ঘ) স্ক্যাটারনেট
উত্তর :ক) হটস্পট
১৮৭. ডর-ঋর-এর অন্য নাম কী?
ক) ডরৎবষবংংসধহ
খ) ডরৎবসধহ
গ) ডখঅঘ ঘ) ডডঅঘ
উত্তর :গ) ডখঅঘ
১৮৮. ওয়াইফাই-এর নেটওয়ার্ক কাভারেজ এরিয়া কত মিটার?
ক) ১০০ মিটার খ) ২০০ মিটার
গ) ৩০০ মিটার ঘ) ৪০০ মিটার
উত্তর : খ) ২০০ মিটার
১৮৯. কোন ব্যক্তিকে ওয়াইফাই-এর জনক বলা হয়?
ক) জ্যাপ হার্টসেন খ) ভিক্টর ভিক হেইয়েস
গ) প্রফেসর পলরাজ ঘ) উইলিয়াম হার্শেল
উত্তর :খ) ভিক্টর ভিক হেইয়েস
১৯০. ওয়াইফাই-এর ব্যান্ডউইথ কত?
ক) ১০ গনঢ়ং-৫০ গনঢ়ং খ) ১০ গনঢ়ং-৫ এনঢ়ং
গ) ১০ গনঢ়ং-৫০০ গনঢ়ং ঘ) ১ গনঢ়ং-৫ এনঢ়ং
উত্তর : ক) ১০ গনঢ়ং-৫০ গনঢ়ং
১৯১. নিচের কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড?
ক) ওঊঊঊ ৮০২.১১ খ) ওঊঊঊ ৮০২.১২
গ) ওঊঊঊ ৮০২.১৬ ঘ) ওঊঊঊ ৮০২.১৫
উত্তর : ক) ওঊঊঊ ৮০২. ১১
১৯২. ডর-ঋর-এর স্ট্যান্ডার্ড হলো-
র. ওঊঊঊ ৮০২.১১ধ রর. ওঊঊঊ ৮০২.১১ন
ররর. ওঊঊঊ ৮০২.১১ম
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, ররর ও ররর
উত্তর :ঘ) র, ররর ও ররর
১৯৩. ডরসধী-এর পূর্ণরূপ কোনটি?
ক) ডড়ৎষফ ডরফব ওহঃবৎড়ঢ়বৎধনরষরঃু ভড়ৎ
গরপৎড়ধিাব অপপবংং
খ) ডড়ৎষফ ডরফব ওসঢ়ড়ৎঃধহপু ভড়ৎ
গরপৎড়ধিাব অপপবংং
গ) ডড়ৎষফ ডবন ওহঃবৎড়ঢ়বৎধনরষরঃু ভড়ৎ
গরপৎড়ধিাব অপপবংং
ঘ) ডড়ৎষফ ডরফব ওহঃবৎড়ঢ়বৎধনরষরঃু ভড়ৎ
গধপযরহব অপপবংং
উত্তর : ক) ডড়ৎষফ ডরফব ওহঃবৎড়ঢ়বৎধনরষরঃু ভড়ৎ গরপৎড়ধিাব অপপবংং
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়