শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৬ জুন ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন:কোন রক্তের গ্রম্নপকে 'সর্বজনীন দাতা' ঁহরাবৎংধষ ফড়হড়ৎ বলা হয়?

উত্তর:গ্রম্নপ ঙ

প্রশ্ন: মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায়?

উত্তর: ফুলকার সাহায্যে।

প্রশ্ন: বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি হয়?

উত্তর: গ্রোথ হরমন।

প্রশ্ন: কোন শিলার মধ্যে ভাঁজ (ঋড়ষফ) ভালো দেখায়?

উত্তর: পাললিক শিলা।

প্রশ্ন: নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা?

উত্তর: যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়?

উত্তর: বিষুব রেখা।

প্রশ্ন: শিমগাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে?

উত্তর:নাইট্রোজেন।

প্রশ্ন:কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়?

উত্তর:ঘোড়া।

প্রশ্ন:ফার্ন উদ্ভিদের জন্য কোনটি প্রযোজ্য?

উত্তর:মূল, কান্ড, পাতা বিভক্ত অপুস্পক উদ্ভিদ।

প্রশ্ন:মানব দেহের সর্ববৃহৎ অঙ্ক কি?

উত্তর:ত্বক।

প্রশ্ন:কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?

উত্তর:খেসারি।

প্রশ্ন:কোন খাদ্যে প্রোটিন বেশি?

উত্তর:গরুর মাংস।

প্রশ্ন:বায়ুমন্ডলের স্তর কয়টি?

উত্তর:৫টি।

প্রশ্ন:পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশে চাপ প্রয়োগ করলে কি ঘটবে?

উত্তর:পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হয়।

প্রশ্ন:আবহাওয়ার ৯০% আদ্রতা বলতে কি বুঝায়?

উত্তর:বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%।

প্রশ্ন:কোথায় সাঁতার কাটা কম অসাধ্য?

উত্তর:সাগরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে