একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ০৫ জুন ২০২৪, ০০:০০

মো. শাহিনুর রহমান, প্রভাষক (আইসিটি), বিএএফ শাহীন কলেজ, যশোর
ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার ১৪৮. রেডিও ওয়েভের বিস্তৃতি সাধারণত কত কিলোমিটার হয়? ক) ৫০ কস. খ) ১০০ কস. গ) ২০০ কস. ঘ) ১০০০ কস. উত্তর :খ) ১০০ কস. ১৪৯. রেডিও ওয়েভের জন্য প্রয়োজন? র. ট্রান্সমিটার রর. রিসিভার ররর. অ্যান্টেনা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, ররর ও ররর উত্তর :ঘ) র, ররর ও ররর ১৫০. রেডিও ওয়েভের ব্যবহার কোনটি? র. টেলিফোন ও মোবাইল কমিউনিকেশনে রর. ইন্টারনেট সংযোগে ররর. কম্পিউটার নেটওয়ার্কিং-এ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, ররর ও ররর উত্তর :ঘ) র, ররর ও ররর উধঃধ ঈড়সসঁহপধঃরড়হ-এর ধারণা ১৫১. রেডিও ওয়েভের ব্যবহার হলো- র. মাইক্রোওভেন রর. জিপিএস ররর. বস্নুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, জিগবি ইত্যাদি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, ররর ও ররর উত্তর :ঘ) র, ররর ও ররর ১৫২. রেডিও ওয়েভ আবিষ্কার করেন কে? ক) মার্কনি খ) হেনরিক রুডলফ হার্টজ গ) উইলিয়াম হার্শেল ঘ) ভিক্টর ভিক হেয়েস উত্তর : খ) হেনরিক রুডলফ হার্টজ ১৫৩. কোনটি ব্যবহার করে বেশি দূরত্বে যোগাযোগ করা যায়? ক) ইনফ্রারেড খ) মাইক্রোওয়েভ গ) রেডিও ওয়েভ ঘ) ওয়াইম্যাক্স উত্তর :গ) রেডিও ওয়েভ ১৫৪. রেডিও ওয়েভের সুবিধা হলো- র. রেডিও ওয়েভ বায়ুমন্ডলের আয়োনোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃতি হওয়ায় পৃথিবীর সকল প্রান্তে যোগাযোগ সম্ভব রর. এর মাধ্যমে বৈরী আবহাওয়ায় যোগাযোগ সম্ভব হয় ররর. ঘর, বিল্ডিং, পাহাড় ইত্যাদি অতিক্রম করতে সক্ষম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, ররর ও ররর উত্তর :ঘ) র, ররর ও ররর ১৫৫. মাইক্রোওয়েভের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম রেঞ্জ কত? ক) ৩ কিলোহার্টজ থেকে ৩০০ গিগাহার্টজ খ) ৩০০ মেগাহার্টজ থেকে ৩০০ গিগাহার্টজ গ) ৩ মেগাহার্টজ থেকে ৬০০ গিগাহার্টজ ঘ) ১ গিগাহার্টজ থেকে ১০০ টেরাহার্টজ উত্তর :খ) ৩০০ মেগাহার্টজ থেকে ৩০০ গিগাহার্টজ ১৫৬. প্রেরক ও গ্রাহক অ্যান্টেনাকে পরস্পর মুখোমুখি রাখতে হয় কোন কমিউনিকেশনে? ক) রেডিও ওয়েভ খ) মাইক্রোওয়েভ গ) ইনফ্রারেড ঘ) স্যাটেলাইট উত্তর :খ) মাইক্রোওয়েভ ১৫৭. মাইক্রোওয়েভের প্রকারভেদ হলো- র. টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ রর. স্যাটেলাইট মাইক্রোওয়েভ ররর. ইনফ্রারেড মাইক্রোওয়েভ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, ররর ও ররর উত্তর : ক) র ও রর ১৫৮. একটি দালানের উপর তলায় যন্ত্রপাতিসহ একটি অ্যান্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। উক্ত আকাশমুখিতার ব্যবহার- র. টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে রর. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে ররর. আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর :ঘ) র, রর ও ররর ১৫৯. কোন ওয়েভ বায়ুমন্ডলের আয়োনোস্ফিয়ার ভেদ করতে পারে? ক) রেডিও ওয়েভ খ) মাইক্রোওয়েভ গ) ইনফ্রারেড ঘ) স্যাটেলাইট উত্তর :খ) মাইক্রোওয়েভ ১৬০. স্যাটেলাইট পৃথিবী থেকে কত দূরত্বে স্থাপন করা হয়? ক) ২২০০০ কি.মি. খ) ২৬০০০ কি.মি. গ) ৩৬০০০ কি.মি. ঘ) ৫৬০০০ কি.মি. উত্তর :গ) ৩৬০০০ কি.মি. ১৬১. স্যাটেলাইট মাইক্রোওয়েভে পৃথিবীতে অবস্থিত অ্যান্টেনার নাম কী? ক) ঝঅঞ খ) ঠঝঅঞ গ) ঠজঅঞ ঘ) ঠঅঞ উত্তর : খ) ঠঝঅঞ ১৬২. ঠঝঅঞ-এর পূর্ণরূপ কোনটি? ক) ঠবৎু ঝঃৎড়হম অঢ়বৎঃঁৎব ঞবৎসরহধষ খ) ঠবৎু ঝসধষষ অঢ়বৎঃঁৎব ঞবৎসরহধষ গ) ঠরৎঃঁধষ ঝসধষষ অঢ়বৎঃঁৎব ঞবৎসরহধষ ঘ) ঠবৎু ঝবপঁৎব অঢ়ঢ়ষরপধঃরড়হ ঞবৎসরহধষ উত্তর : খ) ঠবৎু ঝসধষষ অঢ়বৎঃঁৎব ঞবৎসরহধষ ১৬৩. ঠঝঅঞ কোথায় স্থাপন করা হয়? ক) আকাশে খ) পাহাড়ে গ) ভূমিতে ঘ) সমুদ্রে উত্তর :গ) ভূমিতে ১৬৪. তরঙ্গ কম্পন বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে? ক) সমান খ) বেশি গ) কম ঘ) কম্পন নেই উত্তর :গ) কম ১৬৫. মাইক্রোওয়েভের ব্যবহার হলো- র. টেলিভিশন সম্প্রচারে রর. অভ্যন্তরীণ নেটওয়ার্ক স্থাপনে ররর. মোবাইল ফোন ও টেলিফোনে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, ররর ও ররর উত্তর :ঘ) র, ররর ও ররর ১৬৬. কত কিলোমিটার পর পর টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশনে রিপিটার বসানো হয়? ক) ১০-৩০ খ) ৩০-৪০ গ) ৪০-৫০ ঘ) ৫০- ১০০ উত্তর : গ) ৪০-৫০ ১৬৭. কত সালের দিকে প্রথম স্যাটেলাইট তৈরি হয়? ক) ১৯৫০ খ) ১৯৬০ গ) ১৯৭০ ঘ) ১৯৮০ উত্তর :ক) ১৯৫০ ১৬৮. কোন সংস্থা বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট তৈরি করে? ক) থ্যালেস অ্যালেনিয়া স্পেস খ) অ্যাস্ট্রোস্কেল গ) লিওল্যাবস ঘ) কিমেটা উত্তর :ক) থ্যালেস অ্যালেনিয়া স্পেস হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়