শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

জবিতে কর্মশালা

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৪ জুন ২০২৪, ০০:০০
জবিতে কর্মশালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 'তথ্য অধিকার আইন ও আমাদের করণীয়' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ৩০ মে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডক্টর মো. আইনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মো. হুমায়ুন কবীর চৌধুরী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ তথ্য কমিশনের সহকারী পরিচালক লিটন কুমার প্রামাণিক।

তথ্য অধিকারবিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তা (এপিএ) মোহাম্মদ ফিরোজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো. তানভীর আহসান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে