জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৪ জুন ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:ডিএনএ অনুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে? উত্তর:ওয়াটসন ও ক্রিক। প্রশ্ন:ডিএনএ কী? উত্তর:একটি নিউক্লিক এসিড। প্রশ্ন:ডিএনএ প্রথম উপস্থাপন করেন কে? উত্তর:ফ্রেডরিক মাসচার। প্রশ্ন:ক্লোরোফিল কাকে বলে? উত্তর:উদ্ভিদের ক্লোরোপস্নাস্টিডে অবস্থিত সবুজ রঙের রঞ্জক পদার্থ হলো ক্লোরোফিল। প্রশ্ন:ক্লোরোফিল তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান কি কি? উত্তর:ম্যাগনেসিয়াম এবং লৌহ। প্রশ্ন:সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন? উত্তর:ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে। প্রশ্ন:হিমোগেস্নাবিন কি জাতীয় পদার্থ? উত্তর:আমিষ। প্রশ্ন:আবরণী টিসু্য কত প্রকারের? উত্তর:৩ প্রকারের। প্রশ্ন: হৃদপিন্ডে কোন ধরনের পেশি দ্বারা গঠিত? উত্তর:বিশেষ ধরনের অনৈচ্ছিক টিসু্য দ্বারা। প্রশ্ন:ক্যান্সার রোগ চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরনের উৎস কোনটি? উত্তর: আইসোটোপ। প্রশ্ন: চযড়ঃড়ংুহঃযবংরং অর্থ কী? উত্তর: সালোক সংশ্লেষণ। প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণীর প্রোটোপস্নাজমের গঠন একই রকম এর ধারণা কে দেন? উত্তর:ফন্টনা। প্রশ্ন:'ক্রোমোজোম নৃত্য' কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়? উত্তর:অ্যানাফেজ। প্রশ্ন: নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়? উত্তর:মিয়োসিস। প্রশ্ন:যেসব ফুল পতঙ্গপরাগী এবং রাতে ফোটে; সেসব ফুলে কোনটি থাকে? উত্তর :তীব্র গন্ধ এবং সাদা পাপড়ি। প্রশ্ন: নীলাভ সবুজ শৈবালে কোন কোষ বিভাজন ঘটে? উত্তর:অ্যামাইটোসিস। প্রশ্ন:সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে কোন বিভাজন ঘটে? উত্তর:মিয়োসিস। প্রশ্ন:ক্ষত স্থান পূরণ হয় কোন বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে? উত্তর:মিয়োসিস। প্রশ্ন:কোন অঙ্গাণুটির সংখ্যা দ্বিগুণ হতে থাকলে বংশধরদের মধ্যে আমূল পরিবর্তন ঘটবে? উত্তর:ক্রোমোজোম।