শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মো. শাহিনুর রহমান, প্রভাষক (আইসিটি), বিএএফ শাহীন কলেজ, যশোর
  ০৩ জুন ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার

১০৮. ভিডিও কম্পোজিটরের কাজে ঈড়-অীরধষ

ঈধনষব-এ কোন কানেক্টর ব্যবহৃত হয়?

ক) জঔ-৮ খ) জঔ-৪৫

গ) ইঘঈ ঘ) অঞ

উত্তর : গ) ইঘঈ

১০৯. ঈড়-অীরধষ ঈধনষব কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় না?

ক) ঈঈ ঈধসবৎধ

খ) ঠরফবড় জবপড়ৎফরহম

গ) খঅঘ ঈড়হহবপঃরড়হ

ঘ) ঈধনষব ঞঠ ঈড়হহবপঃরড়হ

উত্তর : গ) খঅঘ ঈড়হহবপঃরড়হ

১১০. ইঘঈ-এর পূর্ণরূপ কোনটি?

ক) ইধুড়হবঃ ঘবরষষ ঈড়হপবষসধহ

খ) ইধু ঘবরষষ ঈড়হপবষসধহ

গ) ইধুড়হবঃ ঘবরষষ ঈড়হহবপঃরড়হ

ঘ) ইধুড়হবঃ ঘবঃ ঈড়হহবপঃড়ৎ

উত্তর : ক) ইধুড়হবঃ ঘবরষষ ঈড়হপবষসধহ

১১১. কো-এক্সিয়াল ক্যাবলের মাধ্যমে রিপিটার ছাড়া

সর্বোচ্চ কত দূরত্বে ডেটা প্রেরণ করা যায়?

ক) ১০০ মিটার খ) ২০০ মিটার

গ) ৪০০ মিটার ঘ) ৫০০ মিটার

উত্তর :ঘ) ৫০০ মিটার

১১২. কোন ক্যাবলে সবচেয়ে দ্রম্নতগতিতে ডেটা ট্রান্সমিট হয়?

ক) কো-এক্সিয়াল খ) টুইস্টেড পেয়ার

গ) অপটিক্যাল ফাইবার ঘ) টেলিফোন ক্যাবল

উত্তর : গ) অপটিক্যাল ফাইবার

১১৩. নিচের কোন ক্যাবলে ঊগও নেই?

ক) অপটিক্যাল ফাইবার খ) টুইস্টেড পেয়ার

গ) কো-এক্সিয়াল ঘ) টেলিফোন ক্যাবল

উত্তর : ক) অপটিক্যাল ফাইবার

১১৪. ফাইবার অপটিক ক্যাবলের ব্যান্ডউইথ কত?

ক) ১ গনঢ়ং - ২ এনঢ়ং

খ) ১০ গনঢ়ং ু ২ এনঢ়ং

গ) ১০০ গনঢ়ং - ২ এনঢ়ং

ঘ) ১০০ গনঢ়ং ু ২০ এনঢ়ং

উত্তর :খ) ১০ গনঢ়ং ু ২ এনঢ়ং

১১৫. অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি?

ক) কোর খ) ক্লাডিং

গ) জ্যাকেট ঘ) বাফার

উত্তর : ক) কোর

১১৬. অপটিক্যাল ফাইবার ক্যাবলে আলোক রশ্মি কোন বৈশিষ্ট্যের কারণে দ্রম্নত ডেটা আদান-প্রদান করে?

ক) আলোর প্রতিফলন

খ) আলোর প্রতিসরণ

গ) আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

ঘ) আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিসরণ

উত্তর : গ) আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

১১৭. কোনটি দ্বারা অপটিক্যাল ফাইবার ক্যাবলের কেন্দ্রের মূল অংশ তৈরি হয়?

র. সিলিকা রর. কাঁচ ররর. স্বচ্ছ পস্নাস্টিক

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, ররর ও ররর

উত্তর :ঘ) র, ররর ও ররর

১১৮. ফটোডিটেক্টরের কাজ কী?

ক) অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা

খ) ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা

গ) বিদু্যৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করা

ঘ) আলোক শক্তিকে বিদু্যৎ শক্তিতে রূপান্তর করা

উত্তর :ঘ) আলোক শক্তিকে বিদু্যৎ শক্তিতে রূপান্তর করা

১১৯. নিচের কোন ক্যাবলকে নেটওয়ার্কের ব্যাকবোন ক্যাবল বলা হয়?

ক) টুইস্টেড পেয়ার ক্যাবল

খ) কো-এক্সিয়াল ক্যাবল

গ) অপটিক্যাল ফাইবার ক্যাবল

ঘ) কপার ক্যাবল

উত্তর : গ) অপটিক্যাল ফাইবার ক্যাবল

১২০. অপটিক্যাল ফাইবার ক্যাবলের বৈশিষ্ট্য হলো-

র. উচ্চগতি সম্পন্ন

রর. দামে সস্তা

ররর. বিদু্যৎ চৌম্বকীয় প্রভাবমুক্ত

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, ররর ও ররর

উত্তর : ঘ) র, ররর ও ররর

১২১. খঊউ-এর পূর্ণরূপ কোনটি?

ক) খরমযঃ ঊসরঃঃরহম উরড়ফব

খ) খরমযঃ ঊসরঃঃরহম উৎরাব

গ) খরমযঃ ঊহমরহববৎরহম উরড়ফব

ঘ) খরয়ঁরফ ঊসরঃঃরহম উরড়ফব

উত্তর : ক) খরমযঃ ঊসরঃঃরহম উরড়ফব

১২২. আলোর গতিতে ডেটা স্থানান্তর করে কোন ক্যাবল?

ক) কো-এক্সিয়াল খ) টুইস্টেড পেয়ার

গ) অপটিক্যাল ফাইবার ঘ) টেলিফোন ক্যাবল

উত্তর :গ) অপটিক্যাল ফাইবার

১২৩. ফাইবার অপটিক ক্যাবলের জনক কে?

ক) চার্লস কুয়েন কাও খ) বিল গেটস

গ) টিম বার্নার্স লি ঘ) স্টিভ জবস

উত্তর : ক) চার্লস কুয়েন কাও

১২৪. ফাইবার অপটিক ক্যাবল গঠনে কোন কাচ ব্যবহৃত হয়?

র. সোডা বোরো সিলিকেট

রর. সোডা লাইম সিলিকেট

ররর. সোডা অ্যালুমিনা সিলিকেট

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, ররর ও ররর

উত্তর : ঘ) র, ররর ও ররর

১২৫. ফাইবার অপটিকের ক্লাডিং হিসেবে কোনটি ব্যবহৃত হয়?

ক) পস্নাস্টিক খ) লোহা গ) কপার ঘ) কাচ

উত্তর : ক) পস্নাস্টিক

১২৬. ফাইবার অপটিক ক্যাবলে আলোর প্রতিফলন

হয় কোনটিতে?

ক) পস্নাস্টিকে খ) কোরে গ) ক্লাডিং-এ ঘ) জ্যাকেটে

উত্তর :ক) পস্নাস্টিকে

১২৭. ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট্য হলো-

র. এই ক্যাবলে ঊগও নেই

রর. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সফার করে

ররর. নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে

ফাইবার অপটিক ক্যাবল ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, ররর ও ররর

উত্তর :ঘ) র, ররর ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে