সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? উত্তর:গামা রশ্মি। প্রশ্ন: শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে দরকার কী কী? উত্তর:স্বীকৃতি, স্নেহ এবং সাফল্য। প্রশ্ন:কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? উত্তর:ট্রিপসিন। প্রশ্ন: শর্করা জাতীয় খাদ্য হজমে কোনটি সাহায্য করে? উত্তর:টায়ালিন। প্রশ্ন: কিসের কারণে উদ্ভিদের ফুল ও ফল বিভিন্ন বর্ণের হয়? উত্তর:ক্রোমোপস্নাস্ট এর কারণে উদ্ভিদের ফুল ও ফল বিভিন্ন বর্ণের হয়। প্রশ্ন: জীববিজ্ঞান মানে কি? উত্তর: জীববিজ্ঞান (ইরড়ষড়মু) বিজ্ঞানের একটি শাখা যেখানে জীব ও জীবন সংক্রান্ত গবেষণা করা হয়। তাদের গঠন, বৃদ্ধি, বিবর্তন, শ্রেণীবিন্যাসবিদ্যার আলোচনাও এর অন্তর্ভুক্ত। প্রশ্ন:জীববিজ্ঞান-এর জনক কে? উত্তর:এরিস্টটল। প্রশ্ন: উদ্ভিদের মাটির নিচের কান্ডে খাদ্য সঞ্চয় করে কে? উত্তর: উদ্ভিদের মাটির নিচের কান্ডে খাদ্য সঞ্চয় করে লিউকোপস্নাস্ট। প্রশ্ন: মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় থাকে? উত্তর: পস্নীহাতে। প্রশ্ন:অগ্নাশয় নিঃসৃত রসকে কী বলে? উত্তর: ট্রিপসিন। প্রশ্ন:নিউমোনিয়া কি জনিত রোগ? উত্তর:ব্যাকটেরিয়া প্রশ্ন:স্নায়ুতন্ত্রের একক কী? উত্তর:নিউরন। প্রশ্ন:ভাইরাস জনিত রোগ কোনটি? উত্তর:জন্ডিস, এইডস ও চোখ ওঠা ইত্যাদি। প্রশ্ন:কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? উত্তর:এডিস এজিপটাই। প্রশ্ন:প্রাণিজগতের উৎপত্তি এবং বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে? উত্তর:জেনেটিক/ বংশগতি বিদ্যা/ জীনতত্ত্ব। প্রশ্ন:একটি মাত্র কোষ দিয়ে জীবের জীবন শুরু হয় কেন? উত্তর: সকল জীবের আদিপুরুষ এককোষী ছিল বলে। প্রশ্ন: প্রাণিজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে? উত্তর:ইভোলিউশন। প্রশ্ন:জেনেটিক্স বা বংশগতির জনক কে? উত্তর:মেন্ডেল। প্রশ্ন: টিউমার বা ক্যান্সারের কোষগুলো কী রকম? উত্তর: অস্বাভাবিক।