পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
দেখে এলাম নায়াগ্রা ক্র = ক্‌ + র-ফলা ( ্র ),শুক্রবার -শুক্রবারে বিদ্যালয় ছুটি থাকে। স্ম = স্‌ + ম-ফলা (্ম), স্মৃতি - গত বনভোজনের স্মৃতি এখনো মনে পড়ে। ন্ড = ণ্‌ + ড, দন্ড - অপরাধীকে দন্ড দেওয়া হয়। ন্ধ = ন্‌ + ধ -সুগন্ধ - বেলী ফুলের সুগন্ধে মন মাতে। চ্ছ = চ্‌ + ছ, পুচ্ছ - পাখিটি পুচ্ছ তুলে নাচছে। গ্র = গ + র-ফলা ( ্র ), আগ্রহ- খেলাধুলায় খুকির বেশ আগ্রহ। ম্ভ = ম + ভ, দম্ভ - দম্ভ দেখানো ভালো নয়। শ্ব = শ + ব-ফলা (ব), আশ্বিন- ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎকাল। স্র = স + র-ফলা ( ্র ), স্রষ্টা - আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করি। হ্ব = হ + ব, আহ্বান- শিক্ষকের আহ্বানে আমরা মাঠে গেলাম। বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনঃলিখন য়বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখো। ১. বন্ধুরই এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম চলো নায়াগ্রা চলো নায়াগ্রা আহ্‌ দেশে ফিরে গিয়ে কী গল্পটাই না করা যাবে উত্তর : বন্ধুরই এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম। চলো নায়াগ্রা, চলো নায়াগ্রা। আহ্‌, দেশে ফিরে গিয়ে কী গল্পটাই না করা যাবে! ২. কিন্তু বিশ্ব ভূমন্ডল বড়ই বিচিত্র কত অসম্ভব ব্যাপারই যে ঘটে পৃথিবীতে সবচেয়ে বৃহৎ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি। উত্তর :কিন্তু বিশ্ব-ভূমন্ডল বড়ই বিচিত্র। কত অসম্ভব ব্যাপারই যে ঘটে! পৃথিবীতে সবচেয়ে বৃহৎ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি। ৩. এখন অন্য কথায় আসি জলপ্রপাত দেখতে যাব কিন্তু পাহাড় দেখব না একি কখনো সম্ভব? সম্ভব নয়। উত্তর : এখন অন্য কথায় আসি। জলপ্রপাত দেখতে যাব, কিন্তু পাহাড় দেখব না- একি কখনো সম্ভব? সম্ভব নয়। এককথায় প্রকাশ/ক্রিয়াপদের চলিত রূপ লিখন এককথায় প্রকাশ করো। ক) উঁচু-নিচু বা পাহাড়ি নয় এমন- সমতল; খ) ভালো ভাগ্য- সৌভাগ্য; গ) সম্ভব নয় এমন- অসম্ভব ঘ) প্রবল স্রোতবিশিষ্ট- খরস্রোতা ঙ) সবচেয়ে বৃহৎ- সর্ববৃহৎ ক্রিয়াপদের চলিত রূপ লেখো। হইয়াছিল, উঠিল, যাইব, চড়িয়া, ঘটিতেছে, বহিতেছে। উত্তর : ক্রিয়াপদ চলিত রূপ হইয়াছিল - হয়েছিল উঠিল - উঠল যাইব - যাব চড়িয়া - চড়ে ঘটিতেছে - ঘটছে বহিতেছে - বইছে বিপরীত/সমার্থক শব্দ লিখন নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। ধীরে, পতন, সম্ভব, বৃহৎ, ভিন্ন। উত্তর : মূল শব্দ বিপরীত শব্দ সম্ভব - অসম্ভব ধীরে - দ্রম্নত বৃহৎ - ক্ষুদ্র পতন - উত্থান ভিন্ন - অভিন্ন নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখো। ইচ্ছা, বন্ধু, বিশ্ব, চোখ, জল। উত্তর : মূল শব্দ সমার্থক শব্দ ইচ্ছা - আকাঙ্ক্ষা, বাসনা। বন্ধু - মিত্র, মিতা। বিশ্ব - পৃথিবী, ধরণী। চোখ - নয়ন, আঁখি। জল- পানি, নীর। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। সৌভাগ্য, আঁকাবাঁকা, বন্ধু, ইচ্ছা, চওড়া, সমতল। উত্তর : মূল শব্দ বিপরীত শব্দ সৌভাগ্য - দুর্ভাগ্য ইচ্ছা - অনিচ্ছা আঁকাবাঁকা - সোজা চওড়া - সরু বন্ধু - শত্রম্ন সমতল - বন্ধুর \হভাবুক ছেলেটি পাঠ্য বই থেকে প্রশ্নের উত্তর লিখন নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ১) ভাবুক ছেলেটি আসলে কে ছিল? উত্তর : ভাবুক ছেলেটি আসলে ছিল বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু। ২) সে ছোটবেলায় কী কী নিয়ে ভাবত? উত্তর : জগদীশচন্দ্র বসু ছোটবেলায় গাছগাছালি নিয়ে গভীরভাবে ভাবত। গাছ ভেঙে গেলে বা তাদের কেটে ফেললে তারা ব্যথা পায় কিনা এ প্রশ্ন ছিল ছেলেটির মনে। এ ছাড়া রোদ-বৃষ্টি, বাজ পড়ার কারণ ইত্যাদি বিষয় নিয়েও তার ভাবনা ছিল। ৩) সে কবে, কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল? উত্তর : জগদীশচন্দ্র বসু কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। ৪) কখন থেকে তিনি 'বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু' হয়ে ওঠেন? উত্তর : লন্ডন থেকে বিএসসি পাস করে জগদীশচন্দ্র বসু কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগ দেন। এখানে বৈষম্য ও প্রাপ্য বেতন না দেওয়ার প্রতিবাদে দীর্ঘ তিন বছর তিনি বেতন না নিয়েই কর্তব্য পালন করেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিয়ে চাকরিতে স্থায়ী করে ও তার সব বকেয়া পরিশোধ করে। তখন থেকেই তিনি হয়ে ওঠেন 'বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু'। ৫) কোন সত্য প্রমাণ করে তিনি বেশি পরিচিতি লাভ করেন? উত্তর : জগদীশচন্দ্র বসু সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন 'গাছেরও প্রাণ আছে'- এই সত্য প্রমাণ করে। ৬) তার বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল কোন বিষয়ে? উত্তর : বিজ্ঞান বিষয়ে। ৭) বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে কোন নামকরা বৈজ্ঞানিকদের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর :বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে স্যার জগদীশচন্দ্র বসুর সফলতাকে বিখ্যাত বৈজ্ঞানিক গ্যালিলিও ও নিউটনের সঙ্গে তুলনা করা হয়েছে। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়