শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

বাকৃবিতে সেমিনার

শিক্ষা জগৎ ডেস্ক
  ০২ জুন ২০২৪, ০০:০০
বাকৃবিতে সেমিনার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপেস্নক্সে ৩১ মে ওই সেমিনারের আয়োজন করে ওয়ান বাংলাদেশ ময়মনসিংহ শাখা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে আইসিটি বিভাগ বাংলাদেশ এবং স্টুডেন্ট টু স্টার্টআপ ভেঞ্চারস লিমিটেড।

অনুষ্ঠানে ওয়ান বাংলাদেশ ময়মনসিংহের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ডক্টর এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মো. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ান বাংলাদেশ ময়মনসিংহের সেক্রেটারি ও বাকৃবির প্রক্টর অধ্যাপক ডক্টর মো. আজহারুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডক্টর লাভলু মজুমদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে