ঢাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাবি ছায়া জাতিসংঘ সংগঠনের উদ্যোগে এই সম্মেলনের একাদশতম অধিবেশন ৩০ মে থেকে শুরু হয়ে ২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য বিষয় হলো- 'সংঘাতের ঊর্ধ্বে স্থায়িত্ব: ন্যায্য শান্তি প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ'। মহাসচিব এস এম নাহিয়ান ইসলামের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই আয়োজন। দেশ ও দেশের বাইরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন এবারের অধিবেশনে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আ স ম মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ডক্টর শীতেশ চন্দ্র বাছার এবং ডিইউমুনার মডারেটর অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেইন। আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডক্টর ডেভিড ডোল্যান্ড এবং ডিইউমুনার সাবেক সভাপতি জে সোহেল।