পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
দেখে এলাম নায়াগ্রা ১৭) নায়াগ্রাকে ভিন্ন রকমের জলপ্রপাত বলা হয়েছে কেন? উত্তর : নায়াগ্রাকে ভিন্ন রকমের জলপ্রপাত বলা হয়েছে দুটি কারণে- ১. এটি পাহাড় থেকে পানির পতনের ফলে সৃষ্টি হয়নি। সৃষ্টি হয়েছে সমতলের ওপর প্রবাহিত একটি নদীর পানির পতনের মাধ্যমে। ২. নায়াগ্রার পানি বিশাল ফাটলের গহ্বরে প্রবেশ করে কোথায় যায় তা কেউ জানে না। পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন নিচের অনুচ্ছেদটি প্রশ্নগুলোর উত্তর লেখো। আয়নার মতো স্বচ্ছ পানি ১৫০ ফুট উপর থেকে পাহাড়ের শরীর বেয়ে আছড়ে পড়ছে বড় বড় পাথরের গায়ে। গুঁড়ি গুঁড়ি জলকণা আকাশের দিকে উড়ে গিয়ে তৈরি করছে কুয়াশার আভা। দৃশ্যটি মৌলভীবাজারের নয়নাভিরাম হামহাম জলপ্রপাতের। স্থানীয় বাসিন্দাদের অনেকে একে হাম্মাম বলে ডাকে। পাহাড়ি ত্রিপুরা আদিবাসীরা বলেন, এখানে পানি পতনের স্থানে একসময় পরীরা গোসল করত। গোসলখানার আরবি নাম হাম্মাম। আবার জলের স্রোতধ্বনিকে ত্রিপুরাদের টিপরা ভাষায় হাম্মাম বলে। তাই এ জলপ্রপাতটি হাম্মাম নামে পরিচিত। জলপ্রপাতের চারদিকের শীতল প্রাকৃতিক পরিবেশ সবাইকে মুগ্ধ করে। সৌন্দর্য থেকে চোখ ফেরানোর উপায়ই থাকে না। জঙ্গলে উলস্নুক, বানর, আর হাজার রকমের প্রজাতির পাখির ডাকাডাকি জলপ্রপাতের শব্দের সঙ্গে মিলে তৈরি হয়েছে অদ্ভুত এক রোমাঞ্চকর পরিবেশ। অসাধারণ সৌন্দর্যমন্ডিত দুর্গম এ জলপ্রপাতটি বহুদিন লোকচক্ষুর আড়ালেই ছিল। সরকারি পৃষ্ঠপোষকতা ও উদ্যোগের অভাবে এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। প্রচার-প্রচারণার অভাবও এর অন্যতম কারণ। এখনো খুব বেশি মানুষ এ জলপ্রপাতটি দেখার সৌভাগ্য অর্জন করতে পারেনি। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। শব্দ শব্দের অর্থ পৃষ্ঠপোষকতা সহায়তা করা। রোমাঞ্চকর শিহরণ জাগায় এমন। নয়নাভিরাম সুন্দর, দেখতে ভালো লাগে এমন। আভা সৌন্দর্য, শোভা। নাজুক আঘাত সহ্য করতে পারে না এমন, সঙ্গীন। উদ্যোগ আয়োজন। ক) সকালের আকাশে সূর্যের সোনালি ..... দেখে মন ভরে গেল। খ) ট্রেনে চড়ার ..... অভিজ্ঞতার কথা ভোলার নয়। গ) স্যারের ......ছাড়া অনুষ্ঠানটি করা যেত না। ঘ) বাড়িটির আশপাশের সবুজ প্রকৃতি খুবই ......। ঙ) গ্রামের সেতুটি ..... অবস্থায় আছে। উত্তর : ক) আভা; খ) রোমাঞ্চকর; গ) পৃষ্ঠপোষকতা; ঘ) নয়নাভিরাম; ঙ) নাজুক। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ক) হামহাম জলপ্রপাতের আশপাশের পরিবেশ কেমন? পাঁচটি বাক্যে লেখো। উত্তর : হামহাম জলপ্রপাতের পরিবেশ খুবই মনোমুগ্ধকর। আয়নার মতো স্বচ্ছ পানি অনেক উঁচু থেকে আছড়ে পড়ছে পাথরের গায়ে। পাহাড় আর পানির ঘর্ষণে জলীয়বাষ্প উৎপন্ন হয়ে তৈরি হয়েছে কুয়াশার আভা। নিকটবর্তী বনে রয়েছে বানর, উলস্নুকসহ হাজার ধরনের পাখপাখালি। জলপ্রপাতের শব্দের সঙ্গে জঙ্গলের নানা প্রাণীর ডাক মিশে গোটা পরিবেশটা হয়েছে রোমাঞ্চকর। খ) হামহাম জলপ্রপাতকে অনেকে 'হাম্মাম' জলপ্রপাত বলে কেন? পাঁচটি বাক্যে লেখো। উত্তর : 'হামহাম' জলপ্রপাতকে ঘিরে স্থানীয় ত্রিপুরা আদিবাসীদের মধ্যে প্রচলিত একটি কাহিনী আছে। তা হলো, 'হামহাম' জলপ্রপাতের পানি পতনের স্থানে একসময় পরীরা গোসল করত। গোসলখানাকে আরবিতে বলে 'হাম্মাম'। আবার ত্রিপুরাদের টিপরা ভাষায় জলের স্রোতধ্বনিকেও হাম্মাম বলা হয়। তাই স্থানীয়দের অনেকে এ জলপ্রপাতটিকে 'হাম্মাম' নামেও অভিহিত করেন। গ) এখনো খুব বেশি মানুষের হামহাম জলপ্রপাত দেখার সৌভাগ্য হয়নি কেন তা পাঁচটি বাক্যে লেখো। উত্তর : এখনো অনেক মানুষ হামহাম জলপ্রপাত দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত। কারণ : ১) খুব কম মানুষই এটি সম্পর্কে জানে। ২) এটি অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। ৩) যাতায়াত ব্যবস্থা অত্যন্ত নাজুক। ৪) সরকারি পৃষ্ঠপোষকতা ও আগ্রহের ঘাটতি রয়েছে। ৫) প্রয়োজনীয় প্রচার-প্রচারণার অভাব রয়েছে। ঘ) জলপ্রপাতটির উন্নয়নে কী করা উচিত বলে তুমি মনে করো? পাঁচটি বাক্যে লেখো। উত্তর : জলপ্রপাতটির উন্নয়নে যা করা উচিত- ১) সরকারি পৃষ্ঠপোষকতা লাভের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ২) চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। ৩) পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। ৪) যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। ৫) স্থানীয় জনগণের কাছে এর অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরতে হবে। যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে তৈরি ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও। প্র, ক্র, স্ম, ন্ড, ন্ধ, চ্ছ, গ্র, ম্ভ, শ্ব, স্র, হ্ব। উত্তর : প্র =প্‌ + র-ফলা ( ্র ), প্রচুর -সুন্দরবনে প্রচুর হরিণ আছে। পরবর্তী অংশ আগামী সংখ্যায়