শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

ঢাবিতে দিনব্যাপী গবেষণা মেলা

শিক্ষা জগৎ ডেস্ক
  ০১ জুন ২০২৪, ০০:০০
ঢাবিতে দিনব্যাপী গবেষণা মেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দিনব্যাপী 'গবেষণা মেলা' অনুষ্ঠিত হয়েছে। বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী সত্যেন বোসের জীবন, কর্ম, অবদান এবং তার সমসাময়িক গবেষণাকর্মকে কেন্দ্র করে এ মেলা অনুষ্ঠিত হয়। বোস সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি ইন ন্যাচারাল সায়েন্সেসের উদ্যোগে ৩০ মে জীববিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই মেলার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এ মেলার উদ্বোধন করেন। বোস সেন্টারের পরিচালক অধ্যাপক ড. রতন চন্দ্র ঘোষের সভাপতিত্বে এতে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ ও সেন্টারের সাবেক পরিচালক অধ্যাপক শামীমা কে চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টারের সাবেক পরিচালক অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঞা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ রুহুল আমিন।

ঢাবিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মেলায় ৬৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন ও বিজ্ঞানী সত্যেন বোসের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ ছাড়া মেলায় অংশগ্রহণকারীরা ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগে বোস মিউজিয়াম পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে