জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন :গভীরতম মহাসাগর ্ত উত্তর :প্রশান্ত মহাসাগর। প্রশ্ন :সি এফ সি বায়ুমন্ডলের কোন স্তর ক্ষতি করে ্ত উত্তর :স্ট্রাটোস্ফেয়ার। প্রশ্ন : সোয়াইন ফ্লুর ভাইরাস চিকিৎসা শাস্ত্রে কি নামে পরিচিত? উত্তর : এইচ ১ এন ১ প্রশ্ন : শীতকালে জলীয়বাষ্পের পরিমাণ ্ত উত্তর :কম থাকে। প্রশ্ন :'মাশরুম' এক ধরনের ্ত উত্তর :ফাঙ্গাস। প্রশ্ন : ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারণ ্ত উত্তর :শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়। প্রশ্ন :কোষের মস্তিষ্ক বলা হয়্ত উত্তর :নিউক্লিয়াসকে। প্রশ্ন :ইস্ট ্ত উত্তর :একটি ছত্রাক। প্রশ্ন : মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত ্ত উত্তর :ব্যাক্টোরিয়ায়। প্রশ্ন :যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদের বলে ্ত উত্তর :ব্যাকটেরিওফাজ। প্রশ্ন : বরফ পানিতে বাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব ্ত উত্তর : বেশি। প্রশ্ন :মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস ্ত উত্তর :শ্বসন। প্রশ্ন :নবায়নযোগ্য জ্বালানি কোনটি ্ত উত্তর :পরমাণু শক্তি। প্রশ্ন :ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় ্ত উত্তর :চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়। প্রশ্ন :সুনামির কারণ হলো ্ত উত্তর :সমুদ্রের তলদেশে ভূমিকম্প। প্রশ্ন :হাড় ও দাঁতকে মজুত করে ্ত উত্তর :ক্যালসিয়াম ও ফসফরাস। প্রশ্ন :অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো ্ত উত্তর :গস্নাইকোজেন। প্রশ্ন :রেশম পোকা চাষের বৈজ্ঞানিক পদ্ধতি ্ত উত্তর :সেরিকালচার। প্রশ্ন :কৃষি উদ্যান বিষয়ক বিদ্যাকে বলে ্ত উত্তর : হার্টিকালচার (ঐড়ৎঃরপঁষঃঁৎব) প্রশ্ন :খর পানিতে উত্তম ফেনা দেয় - উত্তর :ডিটারজেন্ট। প্রশ্ন :লেড অ্যাসিটেড যে রোগের ওষুধ ্ত উত্তর :চর্মরোগ। প্রশ্ন : 'গো বসন্ত' রোগ যে ভাইরাসে আক্রান্ত হয়- উত্তর : ভ্যাক্সিনিয়া ভাইরাস।