দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
ধ্বনিতত্ত্ব ৪২। নিচের কোন ক্ষেত্রে 'এ' ধ্বনি বিবৃত হয়? ক) পদের অন্তে খ) ই কার বা উকার পরে থাকলে গ) খাঁটি বাংলা শব্দে ঘ) দু-অক্ষরবিশিষ্ট সর্বনাম বা ক্রিয়াপদে উত্তর : গ) খাঁটি বাংলা শব্দে ৪৩। কোন খাঁটি বাংলা শব্দে 'এ' ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায়? ক) খেংড়া, গেঁজেল খ) এম, এখন গ) তেনা, খেমটা ঘ) একচোট, একতলা উত্তর :গ) তেনা, খেমটা ৪৪। উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে 'আ' কে কী বলে? ক) স্বরধ্বনি খ) বিবৃধ ধ্বনি গ) সম্মুখ স্বরধ্বনি ঘ) পশ্চাৎ স্বরধ্বনি উত্তর :খ) বিবৃধ ধ্বনি ৪৫। শব্দে 'অ' ধ্বনির কোন দু রকম উচ্চারণ পাওয়া যায়? ক) নিম্ন ও মধ্য উচ্চারণ খ) উচ্চ ও নিম্ন উচ্চারণ গ) বিবৃত ও সংবৃত উচ্চারণ ঘ) ওষ্ঠাধর সংবৃত ও ওষ্ঠাধর বিবৃত উচ্চারণ উত্তর :গ) বিবৃত ও সংবৃত উচ্চারণ ৪৬। ইংরেজি, আরবি ও ফারসি ভাষায় হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে অর্থ কী হয়? ক) দীর্ঘ হয় খ) বদলে যায় গ) সংক্ষেপ হয় ঘ) গরমিল হয় উত্তর :খ) বদলে যায় ৪৭। বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর ও দীর্ঘস্বর থাকলে ও উচ্চারণের পার্থক্যের জন্য কী হয়? ক) অর্থের তারতম্য ঘটে খ) অর্থের তারতম্য ঘটে না গ) অর্থ বোধগম্য হয় না ঘ) অর্থ সম্পূর্ণ বদলে যায় উত্তর :খ) অর্থের তারতম্য ঘটে না ৪৮। ঠিক যুক্তবর্ণ বিশ্লেষণ কোনটি? ক) জ্ঞ=ঞ্‌+জ খ) জ্ঞ=জ্‌+ঞ গ) জ্ঞ=ঙ্‌+গ ঘ) জ্ঞ=ঞ্‌+চ উত্তর : খ) জ্ঞ=জ্‌+ঞ ৪৯। উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? ক) ষ্‌ + ণ খ) ষ্‌ + ন গ) ষ্‌ + ঙ ঘ) ষ্‌ + ঞ উত্তর : ক) ষ্‌ + ণ ৫০। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? ক) মহাপ্রাণ ধ্বনি খ) অঘোষ ধ্বনি গ) অল্পপ্রাণ ধ্বনি ঘ) ঘোষ ধ্বনি উত্তর :ক) মহাপ্রাণ ধ্বনি সন্ধি ১। বাংলা ব্যাকরণের কোন অংশে সন্ধি আলোচিত হয়? ক) ধ্বনিতত্ত্বে খ) রূপতত্ত্বে গ) শব্দতত্ত্বে ঘ) বাক্যতত্ত্বে উত্তর :ক) ধ্বনিতত্ত্বে ২। পাশাপাশি ধ্বনির মিলনকে বলে? ক) একত্রীকরণ খ) সন্নিবেশ গ) সমাস ঘ) সন্ধি উত্তর :ঘ) সন্ধি ৩। সন্ধির প্রধান সুবিধা কী? ক) পড়ার সুবিধা খ) লেখার সুবিধা গ) উচ্চারণের সুবিধা ঘ) শোনার সুবিধা উত্তর :গ) উচ্চারণের সুবিধা ৪। 'স্বাগত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) সু+আগত খ) স্ব+আগত গ) সা+আগত ঘ) স্‌ + আগত উত্তর :ক) সু+আগত ৫। 'পর্যন্ত'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) পর্য+ন্ত খ) পরি+অন্ত গ) পর্য+অন্ত ঘ) প+র্যন্ত উত্তর :খ) পরি+অন্ত ৬। বিসর্গকে কয়ভাগে ভাগ করা হয়েছে? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ উত্তর :ক) দুই ৭। 'দু্যলোক' শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? ক) দু্যল + অক খ) দু্যল + ওক গ) দীব + লোক ঘ) দিব্‌ + লোক উত্তর :ঘ) দিব্‌ + লোক ৮। উপরি+উপরি সন্ধি সাধিত শব্দ কোনটি? ক) উপর্যুপরি খ) উপর্যপরি গ) উপরিউপরি ঘ) পুনরপি উত্তর : ক) উপর্যুপরি ৯। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ? ক) গবাক্ষ খ) সজ্জন গ) মরূদ্যান ঘ) প্রত্যেক উত্তর :ক) গবাক্ষ ১০। 'তন্বী' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) তনু+নী খ) তনু+ঈ গ) তন+নী ঘ) তনু+ই উত্তর :খ) তনু+ঈ ১১। কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? ক) শুভেচ্ছা খ) পরিচ্ছদ গ) অতএব ঘ) শিরপীড়া উত্তর :খ) পরিচ্ছদ ১২। ঋ ভিন্ন অন্য স্বর পরে থাকলে ঋ স্থানে র হয় এবং কী হয়ে পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত হয়? ক) ঋ-কার খ) রেফ গ) হ-ফলা ঘ) র-ফলা উত্তর :ঘ) র-ফলা ১৩। ত-এর পরে ল্‌ থাকলে ত্‌ স্থানে কোনটি হয়? ক) উ খ) দ্ধ গ) ল্ব ঘ) ল উত্তর :ঘ) ল ১৪। কোন বানানটি ঠিক নয়? ক) সান্ত্বনা খ) ব্রাহ্মণ গ) দুরবস্থা ঘ) গুঞ্জন উত্তর : গ) দুরবস্থা ১৫। নীরবের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) নী+রব খ) নীঃ+রব গ) নি+রব ঘ) নিঃ+রব উত্তর : ঘ) নিঃ+রব ১৬। পতঞ্জলির সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) পতদ+অঞ্জলি খ) পতদ+অঞ্জলী গ) পদ+অঞ্জলি ঘ) পতৎ+অঞ্জলি উত্তর : ঘ) পতৎ+অঞ্জলি ১৭। 'বনস্পতি'র সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) বনঃ+পতি খ) পন+স্পতি গ) বনস+পতি ঘ) বন+পতি উত্তর : ঘ) বন+পতি ১৮। কোনটা নিয়মানুসারে সন্ধি হয় না? ক) গায়ক খ) কুলটা গ) পশ্চাধম ঘ) ণিজন্ত উত্তর : খ) কুলটা ১৯। 'গায়ক'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) গা+অক খ) গৈ+অক গ) গায়+ক ঘ) গা+য়ক উত্তর : খ) গৈ+অক ২০। 'মনীষা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) মন+ঈসা খ) মনঃ+ইষা গ) মনস্‌+ঈষা ঘ) মনো+ইষা উত্তর : গ) মনস্‌+ঈষা ২১। আ+আ=আ হয়-এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে? ক) রত্মাকর খ) কথামৃত গ) মহাশয় ঘ) প্রাণাধিক উত্তর : গ) মহাশয় হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়