রাবিতে ২৩ দিনের ছুটি

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রীষ্মকালীন ও ঈদুল আজহা উপলক্ষে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে। ছুটির আগে-পরের শুক্র-শনিবার মিলিয়ে আরও চারদিন ছুটি পাচ্ছেন তারা। সবমিলিয়ে টানা ২৩ দিনের ছুটি কাটাতে পারবে রাবি শিক্ষার্থীরা। তবে ছুটির মধ্যেও আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকবে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র ঈদুল আজহার ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি সমন্বয় করে এ বর্ধিত ছুটি দেওয়া হয়েছে। পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ২৩ দিন ক্লাস ছুটি থাকবে। তবে অফিসসমূহ ৯ থেকে ২৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ৩০ জুন থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।