জানার আছে অনেক কিছু

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন :কোনটি দেহকোষ নয় ্ত উত্তর :প্রোটিন। প্রশ্ন : শ্রবণ ছাড়াও কানের অন্যতম কাজ হলো ্ত উত্তর :দেহের ভারসাম্য রক্ষা করা। প্রশ্ন :হৃদরোগের প্রধান কারণ ্ত উত্তর :ধুম পান। প্রশ্ন : কোনটি মৌলও নয় আবার যৌগও নয় ্ত উত্তর :শর্করা। প্রশ্ন :বাতাসে অক্সিজেনের শতকরা হার কত ্ত উত্তর :২০.৭১% প্রশ্ন :কোনটি দিয়ে হাঁসের পেস্নগ রোগ হয় ্ত উত্তর :ভাইরাস। প্রশ্ন :সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল ্ত উত্তর :পেয়ারা। প্রশ্ন :পৃথিবীতে সবচেয়ে বেশি কপি উৎপন্ন হয়্ত উত্তর :ব্রাজিলে। প্রশ্ন :বাংলাদেশে একটি জীবন্ত জীবাশ্ম জ্বালান্তি উত্তর :রাজ কাঁকড়া। প্রশ্ন :সর্বপ্রথম যে উফশী ধান চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো ্ত উত্তর :ইরি-৮ (আট)। প্রশ্ন :বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল্ত উত্তর : চা। প্রশ্ন :কৃষির রবি মৌসুম কোনটি ্ত উত্তর : কার্তিক ু ফালগুন। প্রশ্ন :বায়োগ্যাস তৈরির পর যে অবশিষ্টাংশ থাকে তা্ত উত্তর :সার হিসেবে ব্যবহার করা হয়। প্রশ্ন :ওজন স্তরের ফাটল ধরার জন্য মুখ্য দায়ী গ্যাস ্ত উত্তর :ক্লোরোফ্লোরো কার্বন। প্রশ্ন : যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ থাকে তখন হয় ্ত উত্তর :সূর্যগ্রহন। প্রশ্ন :প্রবল জোয়ারের কারণ ু উত্তর :এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে। প্রশ্ন :পারমানবিক বোমার চাইতে শক্তিশালী হলো ্ত উত্তর :হাইড্রোজেন বোমা। প্রশ্ন :একটি এটমে কণিকার সংখ্যা ্ত উত্তর :৩ টি। প্রশ্ন:যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন ্ত উত্তর :গ্যালিলিও ১৬১০ সালে। প্রশ্ন :খড়হমবংঃ ফধু্ত উত্তর :২১ জুন। প্রশ্ন :সূর্যের কয়টি গ্রহ ্ত উত্তর :৮ টি।