শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলা

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ৩১ মে ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলা

দুই তীর

নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো।

প্রদত্ত শব্দ শব্দের অর্থ

লক্ষ্ণী শান্ত স্বভাব।

মস্ত বিশাল।

সিকি চার আনা বা ২৫ পয়সা মূল্যের মুদ্রা।

অবাক বিস্মিত।

জড়ো একত্রে স্তূপ দেওয়া।

পাল বায়ু ভরে নৌকা চালানোর মাস্তুলে লাগানো কাপড়।

ক) দাদু খড়গুলো.........করছেন।

খ) তুলে দেওয়ায় নৌকার..... গতি বেড়ে গেল।

গ)....... ছেলেদের সবাই ভালোবাসে।

ঘ) হাতি এক ...... প্রাণী।

ঙ) সুমনের গানের গলা সবাইকে..... করে দিল।

উত্তর : ক) জড়ো; খ) পাল; গ) লক্ষ্ণী; ঘ) মস্ত; ঙ) অবাক।

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

ক) সন্ধ্যায় কী কী ঘটল? চারটি বাক্যে লেখো।

উত্তর : সন্ধ্যায় যা যা ঘটল-

১) সূর্য অস্ত গেল।

২) পদ্মার জলে সোনালি আলোর দু্যতি দেখা গেল।

৩) ধীরে ধীরে পদ্মার জল কালো রং ধারণ করল।

খ) কোনো এক সন্ধ্যায় নৌকা ভ্রমণের বর্ণনা পাঁচটি বাক্যে লেখো।

উত্তর : নিচে পাঁচটি বাক্যে কোনো এক সন্ধ্যায় নৌকা ভ্রমণের বর্ণনা দেওয়া হলো-

১) ভাড়া করা নৌকা নিয়ে আমি, আমার ছোট ভাই ও বড় মামা এক সন্ধ্যায় ভ্রমণে বের হয়েছিলাম।

২) চাঁদের আলোয় চারদিক আলোকিত হয়েছিল।

৩) নদীর জলে চাঁদের আলো পড়ে এক অসাধারণ দৃশ্যের অবতারণা হয়েছিল।

৪) আমরা নাশতা করার জন্য সঙ্গে মুড়ি, চানাচুর নিয়েছিলাম।

৫) রাত দশটায় আমরা আনন্দ ভ্রমণ শেষ করে বাড়ি ফিরেছিলাম।

যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ

নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে তৈরি ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও।

ষ্ট, ন্দ্র, ন্ড, ল্প, ক্ষ, চ্ছ, ন্ধ, ন্দ, দ্র, স্ত।

উত্তর :

ষ্ট-ষ্‌ + ট = নষ্ট -খাবারগুলো নষ্ট হয়ে গেছে।

ন্দ্র-ন্‌ + দ্‌ + র-ফলা ( ্র ) = তন্দ্রা -খোকা তন্দ্রায় ঢুলছে।

ন্ড-ণ্‌ + ড = প্রচন্ড-রাতুল প্রচন্ড ভয় পেয়েছে।

ল্প-ল্‌ + প =গল্প-আমার গল্প শুনতে ভালো লাগে।

ক্ষ-ক্‌ + ষ = ক্ষমা-ক্ষমা মহৎ কাজ।

চ্ছ-চ্‌ + ছ =গচ্ছিত-মায়ের কাছে আমার কিছু টাকা গচ্ছিত আছে।

ন্ধ-ন্‌ + ধ =বন্ধ -জানালাটা বন্ধ করে দাও।

ন্দ-ন্‌ + দ =বন্দি-সারাক্ষণ ঘরে বন্দি থাকতে ভালো লাগে না।

দ্র-দ্‌ + র-ফলা ( ্র) = ক্ষুদ্র -ক্ষুদ্র পিঁপড়াও সময়ের মূল্য জানে।

স্ত=স্‌ + ত=সমস্ত- বাবা সমস্ত কাজ একাই করলেন।

এককথায় প্রকাশ/ক্রিয়াপদের চলিতরূপ লিখন

উত্তর : জনমানব শূন্যস্থান = নির্জন

হাঁসজাতীয় এক ধরনের পাখি=চকাচকি

এক ধরনের নৌকা= ডিঙি

বাঁশের বাগান= বেণুবন

ক্রিয়াপদের চলিত রূপ লেখো।

ফুটিয়াছে, যাইতেছে, বাঁধিল, মিলাইয়া, বসিয়া

উত্তর :

সাধু রূপ চলিত রূপ

ফুটিয়াছে - ফুটেছে

যাইতেছে - যাচ্ছে

বাঁধিল - বাঁধল

মিলাইয়া - মিলিয়ে

বসিয়া - বসে

বাক্যে সাধুরীতির ক্রিয়াপদের চলিত রূপ দেখাও।

সাধু রূপ

সেখান থেকে একটা রাস্তা আসিয়াও মিশিয়াছে নদীতে।

শীতের সময় হাঁসেরা আসিয়া ভিড় করে।

নদীর তীরে তীরে ফুটিয়া থাকে কাশফুল।

সন্ধ্যায় নদীর তীরে জেলে ডিঙি আসিয়া ভেড়ে।

একটি নদী দুই তীরের মানুষকে মিলিয়ে দিয়াছে।

চলিত রূপ

সেখান থেকে একটা রাস্তা এসেও মিশেছে নদীতে।

শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে।

নদীর তীরে তীরে ফুটে থাকে কাশফুল।

সন্ধ্যায় নদীর তীরে জেলে ডিঙি এসে ভেড়ে।

একটি নদী দুই তীরের মানুষকে মিলিয়ে দিয়েছে।

নিচের ক্রিয়াপদগুলোর চলিত রূপ লেখো।

সাধু রূপ চলিত রূপ

ভাসিয়া ভেসে

থাকিয়া থেকে

আসিয়া এসে

ভাসাইয়া ভাসায়

মিলিয়াছে মিলেছে

দিয়াছে দিয়েছে

বিপরীত/সমার্থক শব্দ লিখন :

নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখো।

নদী, তট, বন, ঘর, জল।

উত্তর :

মূল শব্দ সমার্থক শব্দ

নদী -তরঙ্গিণী, তটিনী।

তট -কূল, তীর।

বন -অরণ্য, জঙ্গল।

ঘর -গৃহ, আবাসস্থল।

জল - পানি, বারি।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে