শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ৩০ মে ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

ধ্বনিতত্ত্ব

১৫। বাংলা বর্ণমালায় মাত্রা নেই, এমন বর্ণের সংখ্যা কয়টি?

ক) ৭টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১০টি

উত্তর : ঘ) ১০টি

১৬। কোনটি পার্শ্বিক ধ্বনি?

ক) য খ) র গ) ল ঘ) হ

উত্তর : গ) ল

১৭। কোন ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের আদিতে পাওয়া যায়?

ক) অ খ) আ গ) এ ঘ) ই

উত্তর : গ) এ

১৮। শব্দের অ-ধ্বনির কয় প্রকার উচ্চারণ পাওয়া যায়?

ক) দুই প্রকার খ) তিন প্রকার

গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার

উত্তর : ক) দুই প্রকার

১৯। উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলোকে প্রথম কোন দুই ভাগে ভাগ করা যায়?

ক) অঘোষ ও অল্পপ্রাণ খ) অল্পপ্রাণ ও মহাপ্রাণ

গ) ঘোষ ও মহাপ্রাণ ঘ) অঘোষ ও ঘোষ

উত্তর : ঘ) অঘোষ ও ঘোষ

২০। কেমন প্রয়োগ অনুসারে 'ঋ' ধ্বনিটি বাংলা বর্ণমালায় স্বরধ্বনি রূপে রক্ষিত হয়েছে?

ক) সংস্কৃতের নিয়ম অনুসারে

খ) সাধারণ প্রয়োগ অনুসারে

গ) ব্যাকরণের প্রয়োগ অনুসারে

ঘ) ভাষার নিয়মে

উত্তর :ক) সংস্কৃতের নিয়ম অনুসারে

২১। উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি?

ক) ই খ) উ গ) এ ঘ) ও

উত্তর :ঘ) ও

২২। যুক্তাক্ষর ধ্বনি একাক্ষর হলে এবং তারপরে এ-কার যুক্ত হলে কী হয়?

ক) মৌলিক স্বরধ্বনি খ) যৌগিক স্বরধ্বনি

গ) যৌগিক ব্যঞ্জনধ্বনি ঘ) মৌলিক ব্যঞ্জনধ্বনি

উত্তর : খ) যৌগিক স্বরধ্বনি

২৩। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?

ক) আ খ) অ গ) উ ঘ) ঋ

উত্তর : খ) অ

২৪। 'ড়' ও 'ঢ়' দুটিকে কী ধ্বনি বলে?

ক) ঘোষ ধ্বনি খ) শিস্‌ ধ্বনি

গ) কম্পনজাত ধ্বনি ঘ) তাড়নজাত ধ্বনি

উত্তর : ঘ) তাড়নজাত ধ্বনি

২৫। শ, ষ, স, হ-এর চারটি বর্ণকে কী বলে?

ক) উষ্মবর্ণ খ) অন্তঃস্থ বর্ণ

গ) স্পর্শ বর্ণ ঘ) মহাপ্রাণ বর্ণ

উত্তর : ক) উষ্মবর্ণ

২৬। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে কত?

ক) ৩১, ৯, ১০ খ) ৩২, ৭, ১১

গ) ৩০, ৮, ১২ ঘ) ৩২, ৮, ১০

উত্তর : ঘ) ৩২, ৮, ১০

২৭। ধ্বনির নির্দেশক চিহ্নকে কী বলে?

ক) ফলা খ) বর্ণ

গ) অক্ষর ঘ) কার

উত্তর : খ) বর্ণ

২৮। তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত 'অ' কী হয়?

ক) বিবৃত হয় খ) প্রকৃত হয়

গ) সংবৃত হয় ঘ) অপ্রকৃত হয়

উত্তর : গ) সংবৃত হয়

২৯। উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে 'আ'-কে বলে-

ক) স্বরধ্বনি খ) বিবৃত ধ্বনি

গ) সম্মুখ স্বরধ্বনি ঘ) পশ্চাৎ স্বরধ্বনি

উত্তর : খ) বিবৃত ধ্বনি

৩০। অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণটির রূপ কী?

ক) ন্‌ + জ খ) ণ্‌ + জ

গ) ঞ্‌ + জ ঘ) ঙ্‌ + জ

উত্তর :গ) ঞ্‌ + জ

৩১। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি?

ক) ২টি খ) ১১টি

গ) ২৫টি ঘ) ৫০টি

উত্তর : গ) ২৫টি

৩২। বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো?

ক) আম্র, বৃহৎ, মিঞা খ) রং, চাঁদ, দুঃখ

গ) আয়না, হরিণ, ঋণ ঘ) শিউলি, উচিত, বৃষ

উত্তর : খ) রং, চাঁদ, দুঃখ

৩৩। 'আহ্বান'-এর প্রকৃত উচ্চারণ কোনটি?

ক) আহ্বান খ) আহ্‌বান্‌

গ) আওভান্‌ ঘ) আব্‌হান্‌

উত্তর : গ) আওভান

৩৪। ধ্বনি উচ্চারণের উৎস কোনটি?

ক) কণ্ঠ খ) শ্বাসনালী

\হগ) স্বরতন্ত্রী ঘ) ফুসফুস

উত্তর :ঘ) ফুসফুস

৩৫। সংযুক্ত বর্ণের কোন রূপটি ঠিক নয়?

ক) ষ্‌ + ণ = ষ্ণ খ) হ্‌ +ন = হ্ন

গ) ষ্‌ + ঞ = ষ্ণ ঘ) ক্‌ + ষ = ক্ষ

উত্তর: গ) ষ্‌ + ঞ = ষ্ণ

৩৬। ং-এর উচ্চারণ কীসের মতো হয়?

ক) ঞ খ) উ

গ) ঙ ঘ) ক্ষ

উত্তর :গ) ঙ

৩৭। ট-বর্গীয় ধ্বনির উচ্চারণ জিহবার অগ্রভাগ কিঞ্চিত উপরে মাড়ির কোন অংশকে স্পর্শ করে?

ক) উপরের অংশকে খ) পার্শ্বের অংশকে

গ) পার্শ্বের নরম অংশকে ঘ) গোড়ার শক্ত অংশকে

উত্তর : ঘ) গোড়ার শক্ত অংশকে

৩৮। (চন্দ্রবিন্দু) চিহ্নটি বা প্রতীকটির পরবর্তী স্বরধ্বনি কীসের দ্যোতনা সৃষ্টি করে?

ক) ধ্বনির খ) স্বরের

গ) নাসিকতার ঘ) আনুনাসিকতার

উত্তর : ঘ) আনুনাসিকতার

৩৯। বাংলা বর্ণমালায় বর্গীয়-ব এবং অন্তস্থ-ব-এর কীসে কোনো পার্থক্য নেই?

ক) বিন্যাসে খ) আকৃতিতে

গ) অবস্থানে ঘ) শব্দ ব্যবহারে

উত্তর :খ) আকৃতিতে

৪০। পূর্বস্বরের সঙ্গে মিল রেখে স্বর সঙ্গতির কারণে বিবৃত অ-এর উদাহরণ কোনটি?

ক) কলম, যত খ) অধীর, অতুল

গ) অমর, অনেক ঘ) অমানিশা, অনাচার

উত্তর : ক) কলম, যত

৪১। একাক্ষর শব্দের ই এবং ঈ দুটোই কোন ধ্বনি হয়?

ক) হ্রস্ব হয় খ) দীর্ঘ হয়

গ) হ্রস্ব ও দীর্ঘ হয় ঘ) প্রান্তিক হয়

উত্তর : খ) দীর্ঘ হয়

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে