জানার আছে অনেক কিছু

প্রকাশ | ৩০ মে ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন :রেস্টিফাইড স্পিরিট হলো ্ত উত্তর :৯৫% ইথাইল এলকোহল + ৫% পানি। প্রশ্ন :গ্যালভানাইজেশন হলো লোহার উপর ্ত উত্তর :দস্তার প্রলেপ। প্রশ্ন :ঈঘএ এর পূর্ণরূপ ্ত উত্তর :ঈড়সঢ়ৎবংংবফ ঘধঃঁৎধষ এধং. প্রশ্ন :চঈজ এর পূর্ণরূপ ্ত উত্তর :চড়ষুসবৎধংব ঈযধরহ জবধপঃরড়হ. প্রশ্ন :ঈ৬ঐ১৪ এর আইসোমার এর সংখ্যা ্ত উত্তর :৬টি। প্রশ্ন :দেহের কোন অংশে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে ্ত উত্তর :হেপারিন। প্রশ্ন :তরল ধাতু ্ত উত্তর :পারদ। প্রশ্ন :ভিনেগার ্ত উত্তর :১০% এসিটিক এসিডের জলীয় দ্রবণ। প্রশ্ন :মানুষের বুদ্ধির বিকাশ সাধন হয় ্ত উত্তর :২৪ বছরে। প্রশ্ন :যে বস্তু আলোর সব রং প্রতিফলিত করে তার রং ্ত উত্তর :সাদা। প্রশ্ন :যেসব উক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বল্তে উত্তর :আইসোটোপ। প্রশ্ন :যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলে ্ত উত্তর :আইসোটোন। প্রশ্ন :প্রোটিন তৈরিতে ব্যবহার হয় ্ত উত্তর :অ্যামাইনো এসিড। প্রশ্ন :নিউমোনিয়া রোগটি হয় ্ত উত্তর :ফুসফুসে। প্রশ্ন :জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ্ত উত্তর :ক্রোমোজম। প্রশ্ন: মানব দেহে বৃদ্ধির জন্য দরর্কাত উত্তর :আমিষ। প্রশ্ন :মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হাওয়াকে বলে ্ত উত্তর :স্ট্রোক। প্রশ্ন :সুষম খাদ্যে প্রধানত তিনটি খাদ্য উৎপাদনের অনুপাত্ত উত্তর :৪:১:১ প্রশ্ন :ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না ্ত উত্তর :সালোসংশ্লেষণ। প্রশ্ন : এন্টিবায়োটিক কাজ করে ্ত উত্তর : জীবাণু ধ্বংসে। প্রশ্ন : দেহ কোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন ্ত উত্তর :প্রোটিন।