শিক্ষা সংক্ষেপ

ঢাবিতে ১ শিক্ষার্থীর স্বর্ণপদক ও ৬৩ শিক্ষার্থীর বৃত্তি লাভ

প্রকাশ | ২৮ মে ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের ১ জন শিক্ষার্থী 'হল ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক-২০২১' এবং বিভিন্ন শিক্ষাবর্ষের ৬৩ জন শিক্ষার্থী ট্রাস্ট ফান্ড বৃত্তি লাভ করেছেন। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াসহ হলের বিভিন্ন কর্মকান্ডে সফলতা অর্জন করায় এই বৃত্তি প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক, বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ট্রাস্ট ফান্ডের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী আবাসিক শিক্ষক শাহরিমা তানজিম অর্নি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের আহ্বায়ক শেখ জিনাত শারমিন। স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী হলেন- প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফারলিনা আফরিন শান্তা। এছাড়া অনুষ্ঠানে হলের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ২৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।