শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২৮ মে ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

ধ্বনির পরিবর্তন

২২। পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে কী বলে?

ক) অভিশ্রম্নতি খ) বিষমীভবন

গ) স্বরলোপ ঘ) অন্তর্হতি

উত্তর :ঘ) অন্তর্হতি

২৩। স্বরলোপের উদাহরণ কোনগুলো?

ক) বাক্য>বাইক্য, সত্য>সইত্য

খ) শরীর>শরীল, লাল>নাল

গ) বসতি>বসতি, জানালা>জানলা

ঘ) মূলা>মুলো, দেশি>দিশি

উত্তর : গ) বসতি>বস্‌তি, জানালা>জান্‌লা

২৪। পাকা>পাক্কা একটি কীসের উদাহরণ?

ক) দ্বিত্ব ব্যঞ্জন খ) পরাগত

গ) মধ্যগত ঘ) প্রগত

উত্তর :ক) দ্বিত্ব ব্যঞ্জন

২৫। বউদিদি>বউদি কীসের উদাহরণ?

ক) সমীভবন খ) অন্তর্হতি

গ) অভিশ্রম্নতি ঘ) ব্যঞ্জনচুতি

উত্তর :ঘ) ব্যঞ্জনচুতি

২৬। কোন শব্দটি অনন্য স্বর-সঙ্গতির উদাহরণ?

ক) বিলিতি খ) মুড়ো

গ) শিকে ঘ) মুজো

উত্তর : ঘ) মুজো

২৭। কোনটি মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ?

ক) স্বপ্ন>স্বপন খ) সত্য>সইত্য

গ) বিলাম>বিলিতি ঘ) ধপধপ>ধপাধপ

উত্তর : ক) স্বপ্ন>স্বপন

২৮। বিলাতি>বিলিতি কীসের উদাহরণ?

ক) মধ্য স্বরাগম খ) অপিনিহিতি

গ) মধ্যগত স্বরসঙ্গতি ঘ) প্রগত স্বরসঙ্গতি

উত্তর : গ) মধ্যগত স্বরসঙ্গতি

২৯। ধপ+ধপ>ধপাধপ কীসের উদাহরণ?

ক) মধ্যাগম খ) অপিনিহিতি

গ) অন্ত্যস্বরাগম ঘ) স্বরসঙ্গতি

উত্তর :ক) মধ্যাগম

৩০। লগ্ন>লগন কোন সমীভবন?

ক) প্রগত খ) পরাগত

গ) মধ্যগত ঘ) অন্যান্য

উত্তর : ক) প্রগত

৩১। বাংলা ব্যাকরণের কোন অংশে ধ্বনির পরিবর্তন আলোচিত হয়?

ক) বাক্যতত্ত্বে খ) রূপতত্ত্বে

গ) শব্দতত্ত্বে ঘ) ধ্বনিতত্ত্বে

উত্তর :ক) বাক্যতত্ত্বে

৩২। কোনগুলো ব্যঞ্জনচু্যতির উদাহরণ?

ক) রতন>রত্ন, ফলাহার>ফলার

খ) কবাট>কপাট, ধাইমা>দাইমা

গ) বউদিদি>বউদি, বড়দাদা>বড়দা

ঘ) মুড়া>মুড়ো, চুলা>চুলো

উত্তর :গ) বউদিদি>বউদি, বড়দাদা>বড়দা

৩৩। সমীভবন/সমীকরণ মূলত কত ধরনের?

ক) দুই খ) তিন

গ) চার ঘ) পাঁচ

উত্তর : খ) তিন

৩৪। সমীভবনের সাথে কোনটির মিল রয়েছে?

ক) স্বরভক্তির খ) সমীকরণের

গ) স্বরসঙ্গতির ঘ) অসমীকরণের

উত্তর : গ) স্বরসঙ্গতির

৩৫। ব্যঞ্জন বিকৃতির উদাহরণ কোনটি?

ক) কবাট>কপাট খ) ফলাহার>ফলার

গ) বড়দাদা>বড়দা ঘ) সকাল>সক্কাল

উত্তর : ক) কবাট>কপাট

ধ্বনিতত্ত্ব

১। বাংলা ব্যাকরণের কোন অংশে ধ্বনিতত্ত্ব আলোচিত হয়?

ক) বাক্যতত্ত্বে খ) রূপতত্ত্বে

গ) শব্দতত্ত্বে ঘ) ধ্বনিতত্ত্বে

উত্তর :ঘ) ধ্বনিতত্ত্বে

২। কোনগুলো কণ্ঠধ্বনি?

ক) ক, খ, গ, ঘ, ঙ খ) চ, ছ, জ, ঝ, ঞ

গ) ট, ঠ, ড, ঢ, ণ ঘ) ত, থ, দ, ধ, ন

উত্তর : ক) ক, খ, গ, ঘ, ঙ

৩। কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়?

ক) ত-বর্গ খ) ট-বর্গ

গ) চ-বর্গ ঘ) ক-বর্গ

উত্তর : খ) ট-বর্গ

৪। কোনটি কম্পনজাত ধ্বনি?

ক) র খ) ড়

গ) ল ঘ) ণ

উত্তর :ক) র

৫। বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে?

ক) ৩টি খ) ৪টি

গ) ৫টি ঘ) ৭টি

উত্তর :গ) ৫টি

৬। বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে?

ক) এগারটি খ) ঊনচলিস্নশটি

গ) ঊনপঞ্চাশটি ঘ) পঞ্চাশটি

উত্তর :গ) ঊনপঞ্চাশটি

৭। শ, ষ, স-এ তিনটি কোন বর্ণ?

ক) শিস বর্ণ খ) বর্গীয় বর্ণ

গ) কণ্ঠ বর্ণ ঘ) পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ

উত্তর :ক) শিস বর্ণ

৮। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে কী বলে?

ক) অল্পপ্রাণ খ) অঘোষ ধ্বনি

গ) মহাপ্রাণ ঘ) ঘোষ ধ্বনি

উত্তর :ঘ) ঘোষ ধ্বনি

৯। পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রম্নত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়, এরূপ স্বরধ্বনিকে কী বলে?

ক) মৌলিক স্বর খ) যৌগিক স্বর

গ) সাধিত স্বর ঘ) অল্পস্বর

উত্তর :খ) যৌগিক স্বর

১০। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কী কী?

ক) ঐ এবং ঔ খ) ঈ এবং উ

গ) ও এবং উ ঘ) এ এবং ঔ

উত্তর :ক) ঐ এবং ঔ

১১। তাড়নজাত ধ্বনি কোনটি?

ক) চ, ছ খ) ড়, ঢ়

গ) ড, ঢ ঘ) ৎ, ং

উত্তর :খ) ড়, ঢ়

১২। কোনটি অঘোষ হ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি?

ক) ক্ষ খ) :

গ) ং ঘ) ঁ

উত্তর :খ) :

১৩। পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি 'অ' কী হয়?

ক) বিবৃত খ) স্বাভাবিক

গ) অবিবৃত ঘ) সংবৃত

উত্তর :ঘ) সংবৃত

১৪। স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?

ক) স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে

খ) শব্দের আদিতে স্বর ব্যবহারকে

গ) সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে

ঘ) যুগ্ম স্বরধ্বনি হিসেবে ব্যবহারকে

উত্তর :ক) স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে