সপ্তম শ্রেণির বাংলা

প্রকাশ | ২৮ মে ২০২৪, ০০:০০

মোচ্ছা. রুবিনা খাতুন সহকারী শিক্ষক দখিনা রূপকারী উচ্চ বিদ্যালয় রাঙামাটি
বিবৃতিবাচক বাক্য বিকাল সাড়ে ৪টায় সবার মাঠে আসার কথা। আজ কোনো খেলা হবে না, জরুরি সভা হবে। ইমনদের পুরনো ভিটায় একটা পোড়াবাড়ি আছে। সেখানে কয়েকদিন ধরে কিছু অপরিচিত লোকের আনাগোনা দেখা যাচ্ছে। প্রশ্নবাচক বাক্য 'কী রে ইমন, ওই বাড়িতে গুপ্তধন আছে নাকি? 'এখানে কী করছো তোমরা? তখন আমরা কী উত্তর দেবো? অনুজ্ঞাবাচক বাক্য 'চল, আমরাই খোঁজ করে দেখি। 'এখানে আর আসবে না। যাও, চলে যাও।' আবেগবাচক বাক্য তাই নাকি! অপরিচিত লোকগুলো যদি ঠিক গুপ্তধন খুঁজতে আসে! যদি আমাদের সঙ্গে ওদের দেখা হয়ে যায়! যে পুরনো বাড়ি! বাড়ির চারপাশে কত বড় বড় গাছ! ৩য় অধ্যায় ৫ম পরিচ্ছেদ : বাক্য ভাষার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান। বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে। একাধিক শব্দকে পাশাপাশি ব্যবহার করলেই বাক্য হয় না। বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হলেই তা বাক্যের পর্যায়ে পড়ে। কিন্তু এখন প্রশ্ন হলো বাক্য বলতে কি বোঝায়। নমুনা বাক্য : ১. চেষ্টা করলে সফল হবে। ২. যদি চেষ্টা করো, তবে সফল হবে। ৩. চেষ্টা করো, সফল হবে। বুঝতে চেষ্টা করি নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো : (মূল বইয়ের ৫৬ নম্বর পৃষ্ঠা) প্রশ্ন:উপরের বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে কিনা? উত্তর:হঁ্যা, উপরের বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে। প্রশ্ন:বাক্য তিনটির গঠন এক রকমের কি না? উত্তর:না, বাক্য তিনটির গঠন একই রকম না। তিনটি বাক্যেরই গঠন আলাদা আলাদা। প্রশ্ন: কোন বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া রয়েছে? উত্তর: প্রথম বাক্যটি 'চেষ্টা করলে সফল হবে।'-তে কেবল একটি সমাপিকা ক্রিয়া রয়েছে। প্রশ্ন: কোন বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্ধ প্রকাশ করে না? উত্তর: দ্বিতীয় বাক্যটির একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্ধ প্রকাশ করে না প্রশ্ন: কোন বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে? উত্তর: তৃতীয় বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে। বিভিন্ন ধরনের বাক্য গঠন অনুযায়ী বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা যায় : সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য। প্রশ্ন:সরল বাক্য কাকে বলে? উত্তর:যেসব বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে, সেগুলো সরল বাক্য। উদাহরণ: ১. শফিক বল খেলে। ২. তুমি খেলে আমি খুশি হবো। প্রশ্ন: জটিল বাক্য কাকে বলে? উত্তর:যেসব বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না, সেসব বাক্যকে জটিল বাক্য বলে। জটিল বাক্যের দুটি অংশ কিছু জোড়া শব্দ দিয়ে পরস্পর যুক্ত থাকে। উদাহরণ: ১. যে ছেলেটি গতকাল এসেছিল, সে আমার ভাই। ২. যখন বৃষ্টি নামল, তখন আমরা দৌড় দিলাম। প্রশ্ন: যৌগিক বাক্য কাকে বলে? উত্তর: একাধিক বাক্য যখন যোজক দিয়ে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে। উদাহরণ: ১. সীমা বই পড়ছে আর হাবিব ঘর গুছাচ্ছে। নিচে তিন ধরনের বাক্যের নমুনা দেওয়া হলো। এগুলো কোন ধরনের বাক্য এবং তার কারণ কী, তা খুঁজে বের করো : (মূল বইয়ের ৫৭ নম্বর পৃষ্ঠা) ১. শাহেদ বই পড়ছে। এটি একটি সরল বাক্য। কারণ, এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে। সেই ক্রিয়াটি হলো : পড়ছে। ২. যদি আমার কথা শোনো, তবে তোমার ভালো হবে। এটি একটি জটিল বাক্য। কারণ, এখানে জোড়া শব্দ আছে। সেই জোড়া শব্দ হলো : যদি-তবে। ৩. অনেক খুঁজলাম, তবু ঘড়িটি খুঁজে পেলাম না। এটি একটি যৌগিক বাক্য। কারণ, এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত। সেই যোজকটি হলো: তবু। আর এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে। সমাপিকা ক্রিয়া দুটি হলো : খুঁজলাম, পেলাম। ৪. তুমি কোথা থেকে এসেছ? এটি একটি সরল বাক্য। কারণ, এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে। সেই ক্রিয়াটি হলো: এসেছ। ৫. যেমন কাজ করেছ, তেমন ফল পেয়েছ। এটি একটি জটিল বাক্য। কারণ এখানে জোড়া শব্দ রয়েছে। সেই জোড়া শব্দ হলো : যেমন-তেমন। ৬. আমি সকালে হাঁটি, আর তিনি বিকালে হাঁটেন। এটি একটি যৌগিক বাক্য। কারণ এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত। আর সেই যোজকটি হলো: আর। ৭. সে ভাত খেয়ে স্কুলে গেল। এটি একটি সরল বাক্য। কারণ, এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে। সেই ক্রিয়াটি হলো : খেয়ে। ৮. আমি পড়াশোনা শেষ করব, তারপর খেতে যাব। এটি একটি যৌগিক বাক্য। কারণ এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত। আর সেই যোজকটি হলো : তারপর। আর এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে। সমাপিকা ক্রিয়া দুটি হলো : করব, যাব। ৯. যখন তুমি আসবে, তখন আমরা রান্না শুরু করব। এটি একটি জটিল বাক্য। কারণ এখানে জোড়া শব্দ রয়েছে। সেই জোড়া শব্দ হলো: যখন-তখন। ১০. আজ ভোরে সুন্দর একটা পাখি দেখতে পেলাম। এটি একটি সরল বাক্য। কারণ, এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে। সেই ক্রিয়াটি হলো : দেখতে। নিচের খালি জায়গায় দুটি করে সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য তৈরি করো : (মূল বইয়ের ৫৯ নম্বর পৃষ্ঠা) সরল বাক্য ১ : সকালে সূর্য ওঠে। সরল বাক্য ২ : তিনি আর বেঁচে নেই। জটিল বাক্য ১ : যখন স্কুল ছুটি হয়, তখন বালকেরা মাঠে খেলা শুরু করে। জটিল বাক্য ২ : যদি সে রাতে আসে তাহলে কাল সকালে আমি যাব। যৌগিক বাক্য ১ : সে আমাকে ডেকেছিল কিন্তু আমি যাইনি। যৌগিক বাক্য ২ : লোকটি দরিদ্র এবং সৎ।