শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মো. শাহিনুর রহমান, প্রভাষক (আইসিটি), বিএএফ শাহীন কলেজ, যশোর
  ২৮ মে ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটকওয়ার্ক

১. ডেটা শব্দের অর্থ কোনটি?

ক) উপাত্ত খ) তথ্য

গ) রেকর্ড ঘ) বিট

উত্তর : ক) উপাত্ত

২. ডেটা কমিউনিকেশন কী?

ক) মাধ্যমবিহীন তথ্যের বিনিময়

খ) শুধুমাত্র তারযুক্ত তথ্যের বিনিময়

গ) শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ

ঘ) দুইটি ডিজিটাল ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়

উত্তর :ঘ) দুইটি ডিজিটাল ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়

৩. ডেটা কমিউনিকেশনের উপাদান হলো-

র. মেসেজ রর. মাধ্যম ররর. প্রোটোকল

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, ররর ও ররর

উত্তর : ঘ) র, ররর ও ররর

৪. কোনটি ডেটা কমিউনিকেশনের সেন্ডার?

ক) মোবাইল খ) মডেম

গ) প্রোটোকল ঘ) মেসেজ

উত্তর :ক) মোবাইল

৫. ডেটা কমিউনিকেশনের উৎস কোনটি?

ক) মডেম খ) ল্যাপটপ

গ) ক্যাবল মধ্যম ঘ) রাউটার

উত্তর : খ) ল্যাপটপ

৬. ডেটা কমিউনিকেশনের মাধ্যম হলো-

র. ক্যাবল রর. ওয়্যারলেস ররর. কম্পিউটার

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, ররর ও ররর

উত্তর : ক) র ও রর

৭. ডেটা কমিউনিকেশন কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে?

র. উবষরাবৎু রর. অপপঁৎধপু ররর. ঞরসবষরহবংং

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, ররর ও ররর

উত্তর : ঘ) র, ররর ও ররর

৮. ডেটা কমিউনিকেশনে ডেটা আদান-প্রদান করে-

ক) মিডিয়াম ও রিসিভার খ) সোর্স ও রিসিভার

গ) রিসিভার ও সেন্ডার ঘ) সোর্স ও ট্রান্সমিটার

উত্তর :গ) রিসিভার ও সেন্ডার

৯. ব্যান্ডউইথ কী?

ক) ডেটা প্রবাহের হার খ) ডেটা প্রবাহের মাধ্যম

গ) ডেটা প্রবাহের দিক ঘ) ডেটা প্রবাহের পদ্ধতি

উত্তর : ক) ডেটা প্রবাহের হার

১০. নঢ়ং-এর পূর্ণরূপ কী?

ক) নরঃ ঢ়বৎ ংবপড়হফ খ) নুঃব ঢ়বৎ ংবপড়হফ

গ) নরঃ ঢ়বৎ ংুংঃবস ঘ) নরহবৎু ঢ়বৎ ংবপড়হফ

উত্তর : ক) নরঃ ঢ়বৎ ংবপড়হফ

১১. ডেটা স্থানান্তরের হারকে বলে-

ক) ডেটা কানেকশন খ) ডেটা ট্রান্সমিশন

গ) ব্যান্ডউইথ ঘ) ডেটা কমিউনিকেশন

উত্তর :গ) ব্যান্ডউইথ

১২. একটি চ্যানেল দিয়ে ৫ সেকেন্ড ১০০০ বিট ট্রান্সফার হলে ব্যান্ডউইথ কত?

ক) ৫ নঢ়ং খ) ১০০ নঢ়ং

গ) ২০০ নঢ়ং ঘ) ১০০০ নঢ়ং

উত্তর :গ) ২০০ নঢ়ং

১৩. ব্যান্ডউইথের একক কোনটি?

ক) নঢ়ং খ) গনঢ়ং

গ) কনঢ়ং ঘ) এনঢ়ং

উত্তর :ক) নঢ়ং

১৪. সনঢ়ং-এর পূর্ণরূপ কোনটি?

ক) গবমধনরঃং ঢ়বৎ ংবপড়হফ

খ) গবমধনুঃবং ঢ়বৎ ংবপড়হফ

গ) গবমধনরঃং ঢ়বৎ ংড়ঁহফ

ঘ) গবমধনুঃবং ঢ়বৎরড়ফ ংবপড়হফ

উত্তর : ক) গবমধনরঃং ঢ়বৎ ংবপড়হফ

১৫. গইচঝ-এর পূর্ণরূপ কোনটি?

ক) গবমধনরঃং ঢ়বৎ ংবপড়হফ

খ) গবমধনুঃবং ঢ়বৎ ংবপড়হফ

গ) গবমধনরঃং ঢ়বৎ ংড়ঁহফ

ঘ) গবমধনুঃবং ঢ়বৎরড়ফ ংবপড়হফ

উত্তর : খ) গবমধনুঃবং ঢ়বৎ ংবপড়হফ

১৬. ১ বাইট কত বিটের সমান?

ক) ১ খ) ৪

গ) ৮ ঘ) ১৬

উত্তর :গ) ৮

১৭. ১ করষড়নরঃং কত বিটের সমান?

ক) ৫১২ খ) ১০০০

গ) ১০২৪ ঘ) ১০০০০

উত্তর : খ) ১০০০

১৮. ১ করষড়নুঃবং কত বিটের সমান?

ক) ৫১২ খ) ১০০০

\হগ) ১০২৪ ঘ)১০০০০

উত্তর :ক) ৫১২

নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী প্রশ্নটির উত্তর দাও : নুসাইবার এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছে। সে অনলাইনে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য নিজ বাড়িতে ৭ গনঢ়ং ব্যান্ডউইথের নতুন ইন্টারনেট সংযোগ নিয়েছে।

১৯. উক্ত স্পিডের সাহায্যে ১.২ এই সাইজের একটি শিক্ষামূলক ডিডিও ডাউনলোড করতে নুসাইবারের কত সময় প্রয়োজন হবে?

ক) ২.৯২ মিনিট

খ) ৩.৯২ মিনিট

গ) ৪.৯২ মিনিট

ঘ) ৫.৯২ মিনিট

উত্তর :ক) ২.৯২ মিনিট

২০. নিচের কোনটিকে ইন্টারনেটের গতি বলা হয়?

ক) ইধহফরিফঃয

খ) গড়ফবস

গ) জড়ঁঃবৎ

ঘ) ঈড়হহবপঃরড়হ

উত্তর : ক) ইধহফরিফঃয

২১. ব্যান্ডউইথের প্রকার হলো-

র. ন্যারোব্যান্ড রর. ভয়েসব্যান্ড ররর. ব্রডব্যান্ড

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, ররর ও ররর

উত্তর : ঘ) র, ররর ও ররর

২২. ন্যারোব্যান্ডে ডেটা স্পিড কত?

ক) ৪৫-৩০০ নঢ়ং

খ) ৯৬-৩০০ নঢ়ং

গ) ৩০০-৩৪০০ নঢ়ং

ঘ) ৩০০-৯৬০০ নঢ়ং

উত্তর :ক) ৪৫-৩০০ নঢ়ং

২৩. বর্তমানে ন্যারোব্যান্ড ব্যবহৃত হয়-

র. বস্নুটুথে রর. টেলিফোনে ররর. টেলিগ্রাফে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, ররর ও ররর

উত্তর :ঘ) র, ররর ও ররর

২৪. নিচের কোনটি কম গতিসম্পন্ন?

ক) ন্যারোব্যান্ড খ) ভয়েসব্যান্ড

গ) ব্রডব্যান্ড ঘ) ওয়াইডব্যান্ড

উত্তর : ক) ন্যারোব্যান্ড

২৫. ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?

ক) ৬৯০০ নঢ়ং খ) ৯৬০০ নঢ়ং

গ) ৫৯০০ নঢ়ং ঘ) ৮৯০০ নঢ়ং

উত্তর :খ) ৯৬০০ নঢ়ং

২৬. ভয়েজব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে?

ক) কম্পিউটারে খ) টেলিফোনে

গ) টেলিগ্রাফে ঘ) স্যাটেলাইটে

উত্তর : ক) কম্পিউটারে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে