ববির ৩৭ শিক্ষার্থী ফেলোশিপ পেলেন

প্রকাশ | ২৭ মে ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৩৭ জন শিক্ষার্থী গবেষণা কর্মে বিশেষ সফলতা অর্জন করায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ পেলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থবছরের আওতায় এ ফেলোশিপ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ২৫ মে একটি অনুষ্ঠানে শিক্ষার্থীরদের গবেষণার অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আগত মনিটরিং কর্মকর্তাদের উপস্থিতিতে এ অনুষ্ঠান করা হয়। এ সময় শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে তাদের গবেষণালব্ধ বিভিন্ন প্রতিবেদন মনিটরিং কর্মকর্তাদের সম্মুখে উপস্থাপন করেন। ওই অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মো. মতিউর রহমান, উপসচিব মো. হানিফ সিকদার, উপসচিব মোহাম্মদ সহিদুল হক পাটোয়ারী ও সহকারী সচিব মো. ইব্রাহীম মিয়াজি। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ডক্টর মো. শফিউল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন ডক্টর সুব্রত কুমার দাস, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীরা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তামান্না শারমিন।