দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

প্রকাশ | ২৭ মে ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
ভাষা ৪৮. চলিত ভাষার সাথে কোন ভাষার সাদৃশ্য রয়েছে? ক. মানুষের মুখের ভাষায় খ. বিদেশি ভাষার গ. উপজাতীয় ভাষার ঘ. মিশ্র ভাষার উত্তর :ক. মানুষের মুখের ভাষায় ৪৯. কোন পদে সাধু ও চলিত রীতির লক্ষণ মোটেই লক্ষণীয় নয়? ক. ক্রিয়াপদে খ. বিশেষ্য পদে গ. সর্বনাম পদে ঘ. অব্যয় পদে উত্তর :খ. বিশেষ্য পদে ৫০. তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো কী সৃষ্টি করে? ক. গুরুচন্ডালী দোষ খ. রীতিসিদ্ধ অর্থবাচকতা গ. বাহুল্য দোষ ঘ. দুর্বোধ্যতা উত্তর : ক. গুরুচন্ডালী দোষ ধ্বনির পরিবর্তন ১। পরের ই-কার ও উ-কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কী বলে? ক. বিপ্রকর্ষ খ. অভিশ্রম্নতি গ. অপিনিহিতি ঘ. স্বরাগম উত্তর :গ. অপিনিহিতি ২। বিপর্যন্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদানুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটে, তাকে কী বলে? ক) আদি স্বরাগম খ) অন্তর্হতি গ) অভিশ্রম্নতি ঘ) বিষমীভবন উত্তর :গ) অভিশ্রম্নতি ৩। কোনগুলো আদি স্বরাগমের উদাহরণ? ক) স্নেহ>সিনেহ, দর্শন>দরিশন খ) রত্ন>রতন, ধর্ম>ধরম গ) গ্রাম>গেরাম, প্রেক>পেরেক ঘ) স্ত্রী>ইস্ত্রি, স্কুল>ইস্কুল উত্তর :ঘ) স্ত্রী>ইস্ত্রি, স্কুল>ইস্কুল ৪। ধ্বনি বিপর্যয়ের উদাহারণ কোনটি? ক) ইস্কুল খ) রিসকা গ) বসতি ঘ) বিলিতি উত্তর :খ) রিসকা ৫। দ্রম্নত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী স্বরধ্বনির লোপকে কী বলে? ক) বিষমীভবন খ) সমীভবন গ) স্বরসঙ্গতি ঘ) সম্প্র্রকর্ষ উত্তর :ঘ) সম্প্রকর্ষ ৬। যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে কী বলে? ক) বিপ্রকর্ষ খ) ধ্বনি বিপর্যয় গ) অপিনিহিতি ঘ) অভিশ্রম্নতি উত্তর :ঘ) অভিশ্রম্নতি ৭। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে? ক) সমীভবন খ) ব্যঞ্জন বিকৃতি গ) ব্যঞ্জনদ্বিত্বতা ঘ) বিষমীভবন উত্তর :ঘ) বিষমীভবন ৮। কোনটি প্রগত স্বরসঙ্গতির উদাহরণ? ক) বিলাতি>বিলিতি খ) দেশি>দিশি গ) বাক্য>বাইক্য ঘ) মূলা>মূল্যে উত্তর :ঘ) মূলা>মূল্যে ৯। একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে? ক) অসমীকরণ খ) স্বরসঙ্গতি গ) সমীভবন ঘ) স্বরলোপ উত্তর :খ) স্বরসঙ্গতি ১০। স্বরভক্তির অন্য নাম কী? ক) বিপ্রকর্ষ খ) অভিশ্রম্নতি গ) অন্তঃস্বরাগম ঘ) অপিনিহিতি উত্তর :ক) বিপ্রকর্ষ ১১। ফাল্গুন>ফাগুন কীসের উদাহরণ? ক) ব্যঞ্জন বিকৃতি খ) অন্তর্হতি গ) অভিশ্রম্নতি ঘ) সমীভবন উত্তর :খ) অন্তর্হতি ১২। 'মধ্য স্বরাগম'-এর অপর নাম কী? ক) অসমীকরণ খ) বিষমীভবন গ) বিপ্রকর্ষ ঘ) সমীভবন উত্তর :গ) বিপ্রকর্ষ ১৩। ধ্বনি বিপর্যয়-এর উদাহরণ কোনটি? ক) মুড়া>মুড়ে খ) বাক্‌স>বাস্‌ক গ) মোজা>মুজো ঘ) দেশি>দিশি উত্তর : খ) বাক্‌স>বাসক ১৪। 'স্কুল>ইস্কুল' ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ায় এর নাম কী? ক) আদি স্বরাগম খ) স্বরলোপ গ) মধ্য স্বরাগম ঘ) অন্ত্য সরাগম উত্তর : ক) আদি স্বরাগম ১৫। দ্রম্নত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী স্বরধ্বনির লোপকে কী বলে? ক) বিষমীভবন খ) সমীভবন গ) স্বরসঙ্গতি ঘ) সম্প্রকর্ষ বা স্বরলোপ উত্তর :ঘ) সম্প্রকর্ষ বা স্বরলোপ ১৬। 'রিকসা>রিসকা' কীসের উদাহরণ? ক) ব্যঞ্জনবিকৃতি খ) ধ্বনি বিপর্যয় গ) বিষমীভবন ঘ) বিপ্রকর্ষ উত্তর : খ) ধ্বনি বিপর্যয় ১৭। একই স্বরের পুনরাবৃত্তির দূর করার জন্য 'আ' যুক্ত হলে তাকে কী বলে? ক) বর্ণদ্বিত্ব খ) স্বরসঙ্গতি গ) অসমীকরণ ঘ) পরাগত উত্তর : গ) অসমীকরণ ১৮। শব্দের মধ্যে দুটি সমধ্বনি একটি লোপ হলে তাকে কী বলে? ক) ব্যঞ্জনচু্যতি খ) অভিশ্রম্নতি গ) প্রগত ঘ) পরাগত উত্তর :ক) ব্যঞ্জনচু্যতি ১৯। জোর দেওয়ার জন্য যখন শব্দের ব্যঞ্জন ধ্বনির দ্বিত্ব উচ্চারণ হয় তাকে কী বলে? ক) অভিশ্রম্নতি খ) বর্ণদ্বিত্ব গ) দ্বিত্ব ব্যঞ্জন ঘ) অন্তর্হতি উত্তর : গ) দ্বিত্ব ব্যঞ্জন ২০। সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি উচ্চারিত হলে তাকে কী বলে? ক) বিপ্রকর্ষ বা স্বরভক্তি খ) অপিনিহিতি গ) ধ্বনি বিপর্যয় ঘ) বিষমীভবন উত্তর : ক) বিপ্রকর্ষ বা স্বরভক্তি ২১। কোনগুলো দ্বিত্ব ব্যঞ্জন? ক) পক্ব>পকক, পদ্ম>পদ্দ খ) পাকা>পাক্কা, সকাল>সক্কাল ঘ) জন্ম>জনম, কাঁদনা>কান্না ঘ) রাঁধনা>রান্না, গৃহিণী>গিনী উত্তর : খ) পাকা>পাক্কা, সকাল>সক্কাল হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়