ভাষা
৪৮. চলিত ভাষার সাথে কোন ভাষার সাদৃশ্য রয়েছে?
ক. মানুষের মুখের ভাষায় খ. বিদেশি ভাষার
গ. উপজাতীয় ভাষার ঘ. মিশ্র ভাষার
উত্তর :ক. মানুষের মুখের ভাষায়
৪৯. কোন পদে সাধু ও চলিত রীতির লক্ষণ মোটেই লক্ষণীয় নয়?
ক. ক্রিয়াপদে খ. বিশেষ্য পদে
গ. সর্বনাম পদে ঘ. অব্যয় পদে
উত্তর :খ. বিশেষ্য পদে
৫০. তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো কী সৃষ্টি করে?
ক. গুরুচন্ডালী দোষ খ. রীতিসিদ্ধ অর্থবাচকতা
গ. বাহুল্য দোষ ঘ. দুর্বোধ্যতা
উত্তর : ক. গুরুচন্ডালী দোষ
ধ্বনির পরিবর্তন
১। পরের ই-কার ও উ-কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কী বলে?
ক. বিপ্রকর্ষ খ. অভিশ্রম্নতি
গ. অপিনিহিতি ঘ. স্বরাগম
উত্তর :গ. অপিনিহিতি
২। বিপর্যন্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদানুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটে, তাকে কী বলে?
ক) আদি স্বরাগম খ) অন্তর্হতি
গ) অভিশ্রম্নতি ঘ) বিষমীভবন
উত্তর :গ) অভিশ্রম্নতি
৩। কোনগুলো আদি স্বরাগমের উদাহরণ?
ক) স্নেহ>সিনেহ, দর্শন>দরিশন
খ) রত্ন>রতন, ধর্ম>ধরম
গ) গ্রাম>গেরাম, প্রেক>পেরেক
ঘ) স্ত্রী>ইস্ত্রি, স্কুল>ইস্কুল
উত্তর :ঘ) স্ত্রী>ইস্ত্রি, স্কুল>ইস্কুল
৪। ধ্বনি বিপর্যয়ের উদাহারণ কোনটি?
ক) ইস্কুল খ) রিসকা
গ) বসতি ঘ) বিলিতি
উত্তর :খ) রিসকা
৫। দ্রম্নত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী স্বরধ্বনির লোপকে কী বলে?
ক) বিষমীভবন খ) সমীভবন
গ) স্বরসঙ্গতি ঘ) সম্প্র্রকর্ষ
উত্তর :ঘ) সম্প্রকর্ষ
৬। যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে কী বলে?
ক) বিপ্রকর্ষ খ) ধ্বনি বিপর্যয়
গ) অপিনিহিতি ঘ) অভিশ্রম্নতি
উত্তর :ঘ) অভিশ্রম্নতি
৭। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক) সমীভবন খ) ব্যঞ্জন বিকৃতি
গ) ব্যঞ্জনদ্বিত্বতা ঘ) বিষমীভবন
উত্তর :ঘ) বিষমীভবন
৮। কোনটি প্রগত স্বরসঙ্গতির উদাহরণ?
ক) বিলাতি>বিলিতি খ) দেশি>দিশি
গ) বাক্য>বাইক্য ঘ) মূলা>মূল্যে
উত্তর :ঘ) মূলা>মূল্যে
৯। একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
ক) অসমীকরণ খ) স্বরসঙ্গতি
গ) সমীভবন ঘ) স্বরলোপ
উত্তর :খ) স্বরসঙ্গতি
১০। স্বরভক্তির অন্য নাম কী?
ক) বিপ্রকর্ষ খ) অভিশ্রম্নতি
গ) অন্তঃস্বরাগম ঘ) অপিনিহিতি
উত্তর :ক) বিপ্রকর্ষ
১১। ফাল্গুন>ফাগুন কীসের উদাহরণ?
ক) ব্যঞ্জন বিকৃতি খ) অন্তর্হতি
গ) অভিশ্রম্নতি ঘ) সমীভবন
উত্তর :খ) অন্তর্হতি
১২। 'মধ্য স্বরাগম'-এর অপর নাম কী?
ক) অসমীকরণ খ) বিষমীভবন
গ) বিপ্রকর্ষ ঘ) সমীভবন
উত্তর :গ) বিপ্রকর্ষ
১৩। ধ্বনি বিপর্যয়-এর উদাহরণ কোনটি?
ক) মুড়া>মুড়ে খ) বাক্স>বাস্ক
গ) মোজা>মুজো ঘ) দেশি>দিশি
উত্তর : খ) বাক্স>বাসক
১৪। 'স্কুল>ইস্কুল' ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ায় এর নাম কী?
ক) আদি স্বরাগম খ) স্বরলোপ
গ) মধ্য স্বরাগম ঘ) অন্ত্য সরাগম
উত্তর : ক) আদি স্বরাগম
১৫। দ্রম্নত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী স্বরধ্বনির লোপকে কী বলে?
ক) বিষমীভবন খ) সমীভবন
গ) স্বরসঙ্গতি ঘ) সম্প্রকর্ষ বা স্বরলোপ
উত্তর :ঘ) সম্প্রকর্ষ বা স্বরলোপ
১৬। 'রিকসা>রিসকা' কীসের উদাহরণ?
ক) ব্যঞ্জনবিকৃতি খ) ধ্বনি বিপর্যয়
গ) বিষমীভবন ঘ) বিপ্রকর্ষ
উত্তর : খ) ধ্বনি বিপর্যয়
১৭। একই স্বরের পুনরাবৃত্তির দূর করার জন্য 'আ' যুক্ত হলে তাকে কী বলে?
ক) বর্ণদ্বিত্ব খ) স্বরসঙ্গতি
গ) অসমীকরণ ঘ) পরাগত
উত্তর : গ) অসমীকরণ
১৮। শব্দের মধ্যে দুটি সমধ্বনি একটি লোপ হলে তাকে কী বলে?
ক) ব্যঞ্জনচু্যতি খ) অভিশ্রম্নতি
গ) প্রগত ঘ) পরাগত
উত্তর :ক) ব্যঞ্জনচু্যতি
১৯। জোর দেওয়ার জন্য যখন শব্দের ব্যঞ্জন ধ্বনির দ্বিত্ব উচ্চারণ হয় তাকে কী বলে?
ক) অভিশ্রম্নতি খ) বর্ণদ্বিত্ব
গ) দ্বিত্ব ব্যঞ্জন ঘ) অন্তর্হতি
উত্তর : গ) দ্বিত্ব ব্যঞ্জন
২০। সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি উচ্চারিত হলে তাকে কী বলে?
ক) বিপ্রকর্ষ বা স্বরভক্তি খ) অপিনিহিতি
গ) ধ্বনি বিপর্যয় ঘ) বিষমীভবন
উত্তর : ক) বিপ্রকর্ষ বা স্বরভক্তি
২১। কোনগুলো দ্বিত্ব ব্যঞ্জন?
ক) পক্ব>পকক, পদ্ম>পদ্দ
খ) পাকা>পাক্কা, সকাল>সক্কাল
ঘ) জন্ম>জনম, কাঁদনা>কান্না
ঘ) রাঁধনা>রান্না, গৃহিণী>গিনী
উত্তর : খ) পাকা>পাক্কা, সকাল>সক্কাল
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়