একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ২৬ মে ২০২৪, ০০:০০

মো. শাহিনুর রহমান, প্রভাষক (আইসিটি), বিএএফ শাহীন কলেজ, যশোর
বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত ১৩৩. একটি নির্দিষ্ট জিন বহনকারী কোন জীব থেকে উঘঅ খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে বলে- ক) ন্যানোটেকনোলজি খ) বায়োইনফরমেটিক্স গ) ক্রায়োসার্জারি ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং উত্তর : ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ১৩৪. যে কৌশল অবলম্বন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ জিন স্থানান্তর করা হয় তাকে বলে- ক) রিকম্বিনেট উঘঅ খ) রিকম্বিনেট জঘঅ গ) রিকম্বিনেট জঞঅ ঘ) রিকম্বিনেট জউঅ উত্তর : ক) রিকম্বিনেট উঘঅ ১৩৫. জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর জনক- ক) ঔধপশ ডরষষরধসংড়হ খ) ঊ.ঈড়ষর গ) চধঁষ ইবৎম ঘ) ঝঃধহষবু ঈড়যবহ উত্তর : গ) চধঁষ ইবৎম ১৩৬. জীবের বৈশিষ্ট্যে ও নকশাকে কী বলে? ক) নিউক্লিয়াস খ) জিনোম গ) ক্রোমোজোম ঘ) জিন উত্তর : খ) জিনোম নিচের উদ্দিপকটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও : বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন। ১৩৭. বাবুর ব্যবহৃত প্রযুক্তিটি- ক) ভার্চুয়াল রিয়েলিটি খ) ই-লার্নিং গ) বায়োইনফরমেট্রিক্স ঘ) কৃত্তিম বুদ্ধিমত্তা উত্তর :ক) ভার্চুয়াল রিয়েলিটি ১৩৮. বাবার ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলো- র) দেশীয় প্রজাতির বিলুপ্তি রর) ফলন কমে যাওয়া ররর) নতুন রোগ সৃষ্টি হতে পারে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : খ) র ও ররর ১৩৯. জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে- র) জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায় রর) বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায় ররর) খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ও রর নিচের উদ্দিপকটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও : ইজজও কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে বেশ পরিচিত লাভ করেছে। ১৪০. উদ্দীপকে ইজজও কর্তৃক ব্যবহৃত প্রযুক্তি কোনটি? ক) রোবোট্রিক্স খ) ভার্চুয়াল রিয়েলিটি গ) ন্যানোটেকনোলজি ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং উত্তর : ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ১৪১. উদ্দীপকের কর্মকান্ডে- র) অর্থনৈতিক উন্নয়ন হবে রর) চিকিৎসা ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে ররর) নতুন জীববৈচিত্র্যের উদ্ভব হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : খ) র ও ররর ১৪২. নিচের কোনটি দ্বারা ন্যানো বোঝায়? ক) ১ক্ম১০-১ খ) ১ক্ম১০-৯ গ) ১ক্ম১০-১৯ ঘ) ১ক্ম১০-১০০ উত্তর : খ) ১ক্ম১০-৯ ১৪৩. খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভেতর প্রলেপ দেওয়ার প্রযুক্তিকে কি বলে? ক) রোবোটিক্স খ) ন্যানেটেকনোলজি গ) বায়োমেট্রিক্স ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং উত্তর : খ) ন্যানোটেকনোলজি ১৪৪. আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? ক) রোবটিক্স খ) বায়োমেট্রিক্স গ) ন্যানোটেকনোলজি ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং উত্তর : গ) ন্যানোটেকনোলজি ১৪৫. অঢ়ঢ়ষব গ-১১ মোবাইলটি তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ক) ন্যানোটেকনোলজি খ) ই-লার্নিং গ) বায়োইনফরমেটিক্স ঘ) কৃত্তিম বুদ্ধিমাত্তা উত্তর : ক) ন্যানোটেকনোলজি ১৪৬. টপ-ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? ক) বায়োমেট্রিক্স খ) ন্যানোটেকনোলজি গ) বায়োইনফরমেটিক্স ঘ) কৃত্তিম বুদ্ধিমাত্তা উত্তর : খ) ন্যানোটেকনোলজি ১৪৭. মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কী বলে? ক) বায়োমেট্রিক্স খ) ন্যানোটেকনোলজি গ) বায়োইনফরমেটিক্স ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং উত্তর : খ) ন্যানোটেকনোলজি ১৪৮. ১ ন্যানোমিটার = কত? ক) ১ক্ম১০-৯ খ) ১০০ক্ম১০-৯ গ) ১ক্ম১০-১০০ ঘ) ১০০ক্ম১০-১০০ উত্তর : খ) ১০০ক্ম১০-৯ ১৪৯. ন্যানোটেকনোলজিতে কোন বস্তুকে কেটে ছোট করে নির্দিষ্ট আকার দেওয়াকে কী বলে? ক) ঞড়ঢ়-উড়হি খ) ইড়ঃঃড়স-টঢ় গ) খবভঃ-জরমযঃ ঘ) ঈধঃপযরহম উত্তর : ক) ঞড়ঢ়-উড়হি ১৫০. ন্যানো রোবট নিচের কোনটিতে ব্যবহার হয়? ক) অপারেশন খ) ফিংগার প্রিন্ট গ) পাচওয়ার্ড তৈরি ঘ) এনজিওগ্রাম উত্তর : ক) অপারেশন ১৫১. ন্যানো কোন শব্দ থেকে এসেছে? ক) ইংরেজি খ) গ্রিক গ) ফারসি ঘ) আরবি উত্তর : খ) গ্রিক ১৫২. ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোট বস্তুকে নিয়ে বড় কোনো বস্তু তৈরি করাকে বলে? ক) ঞড়ঢ়-উড়হি খ) ইড়ঃঃড়স-টঢ় গ) খবভঃ-জরমযঃ ঘ) জরমযঃ-খবভঃ উত্তর : খ) ইড়ঃঃড়স-টঢ় ১৫৩. বর্তমান ইলেক্ট্রনিক্সে কোন ন্যানো পদ্ধতি ব্যবহৃত হয়? ক) ঞড়ঢ়-উড়হি খ) ইড়ঃঃড়স-টঢ় গ) খবভঃ-জরমযঃ ঘ) জরমযঃ-খবভঃ উত্তর : ক) ঞড়ঢ়-উড়হি ১৫৪. ন্যানোটেকনোলজিতে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? র) ঞড়ঢ়-উড়হি রর) ইড়ঃঃড়স-টঢ় ররর) জরমযঃ-খবভঃ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ও রর পরবর্তী অংশ আগামী সংখ্যায়