শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ২৬ মে ২০২৪, ০০:০০
ড. মুহম্মদ ইউনুস

প্রশ্ন: পদার্থ বিজ্ঞানের প্রথম এশীয় নোবেল বিজয়ী-

উত্তর: ভারতের 'সিভি রমন' (১৯৩০ সাল)।

প্রশ্ন: একমাত্র মুসলিম হিসেবে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী-

উত্তর: আব্দুস সালাম (১৯৭৯) পাকিস্তান।

প্রশ্ন: রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করে-

উত্তর: রয়েল সুইডিস একাডেমি অব সায়েন্সস।

প্রশ্ন: প্রথম ও একমাত্র মুসলিম হিসেবে রসায়নে নোবেল পুরস্কার জয়ী-

উত্তর: মিশরের আহমেদ এইচ, জেব্রাইল' (১৯৯৯ সাল)।

প্রশ্ন: অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে-

উত্তর: রয়েল সুইডিস একাডেমি অব সায়েন্সস।

প্রশ্ন: অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করা হয়-

উত্তর: ১৯৬৯ সালে।

প্রশ্ন: অর্থনীতিতে প্রথম ও একমাত্র নোবেল বিজয়ী মহিলা-

উত্তর: এলিনর অট্রম (২০০৯)।

প্রশ্ন: অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম এশীয়-

উত্তর: ভারতের 'অমর্ত্য সেন' (১৯৯৮ সাল)।

প্রশ্ন: উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী-

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩ সাল)।

প্রশ্ন: এশিয়ার প্রথম নোবেল বিজয়ী-

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর (গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য)।

প্রশ্ন: প্রথম বাঙালি নোবেল বিজয়ী-

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩ সাল)।

প্রশ্ন: প্রথম বাংলাদেশি নোবেল বিজয়ী-

উত্তর: ড. মুহম্মদ ইউনুস (২০০৬) বাংলাদেশ

প্রশ্ন: আফ্রিকার প্রথম নোবেল বিজয়ী-

উত্তর: দ. আফ্রিকার ম্যাক্স থেইলা' (১৯৫১ সাল)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে