দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

প্রকাশ | ২৬ মে ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
ভাষা ২২. সাধু ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি? ক. গুরুগম্ভীর খ. কৃত্রিমতাবর্জিত গ. অবোধ্য ঘ. অপরিবর্তনশীল উত্তর : খ. কৃত্রিমতাবর্জিত ২৩. ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহর মতে, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগ কখন থেকে হিসাব করা হয়? ক. ৬৫০ সাল থেকে খ. ৭৫০ সাল থেকে গ. ৮৫০ সাল থেকে ঘ. ৯৫০ সাল থেকে উত্তর : ক. ৬৫০ সাল থেকে ২৪. বাংলা ভাষা ও সাহিত্যের যুগ বিভাগ কয়টি? ক. ২ টি খ. ৩ টি গ. ৪ টি ঘ. ৫ টি উত্তর : খ. ৩ টি ২৫. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের সময়কাল কোনটি? ক. ৬৫০ সাল থেকে ১২০০ সাল পর্যন্ত খ. ৯৫০ সাল থেকে ১২০০ সাল পর্যন্ত গ. ১২০১ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত ঘ. ১২০১ সাল থেকে ১৮০০ সাল পর্যন্ত উত্তর : ঘ. ১২০১ সাল থেকে ১৮০০ সাল পর্যন্ত ২৬. বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে কবে? ক. ১৯০০ সাল থেকে খ. ১৮০১ সাল থেকে গ. ২০০০ সাল থেকে ঘ. ১৯০১ সাল থেকে উত্তর : খ. ১৮০১ সাল থেকে ২৭. কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? ক. দেশ, কাল ও পরিবেশ ভেদে খ. পরিবেশ ও দেশ ভেদে গ. কাল ও পরিবেশ ভেদে ঘ. দেশ ও কাল ভেদে উত্তর : ক. দেশ, কাল ও পরিবেশ ভেদে ২৮. 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' কত তারিখে পালন করা হয়? ক. ২১ ফেব্রম্নয়ারি খ. ৭ মার্চ গ. ২৬ মার্চ ঘ. ১৬ ডিসেম্বর উত্তর : ক. ২১ ফেব্রম্নয়ারি ২৯. বাংলা ভাষার প্রধান রূপ দুটি কী কী? ক. সাধু ও চলিত খ. কথ্য ও আঞ্চলিক গ. লেখ্য ও আঞ্চলিক ঘ. কথ্য ও লেখ্য উত্তর : ঘ. কথ্য ও লেখ্য ৩০. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? ক. কথ্য ভাষা খ. লেখ্য ভাষা গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা উত্তর : গ. সাধু ভাষা ৩১. লেখ্য ভাষার রূপ দুটির নাম কী? ক. সাধু ও আঞ্চলিক খ. সাধু ও চলিত গ. চলিত ও আঞ্চলিক ঘ. আঞ্চলিক ও আন্তর্জাতিক উত্তর : খ. সাধু ও চলিত ৩২. সাধু ও চলিত রীতি কোন ভাষার বিভাগ? ক. লেখ্য খ. কথ্য গ. আঞ্চলিক ঘ. উপভাষা উত্তর : ক. লেখ্য ৩৩. সাধু ভাষারীতির বাক্য কোনটি? ক. জননী-জন্মভূমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ খ. গান গেয়ে তরী বেয়ে কে আসে পাড়ে গ. ধান কাটা হলো সারা ঘ. দেখে এলাম তারে উত্তর : ক. জননী-জন্মভূমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ৩৪. ভাষার কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়া পদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে? ক. চলিত রীতি খ. সাধুরীতি গ. আঞ্চলিক রীতি ঘ.সব ক'টি উত্তর : খ. সাধুরীতি ৩৫. কোন ভাষারীতির কোন ব্যাকরণ নেই? ক. সংস্কৃত রীতির খ. চলিত ভাষারীতির গ. উপভাষা রীতির ঘ. সাধু ভাষা উত্তর : গ. উপভাষা রীতির ৩৬. ভাষার চলিত রীতির অনুসৃতি কষ্টসাধ্য কেন? ক. এ রীতি কৃত্রিমতা বর্জিত বলে খ. এ রীতির লিখিত কোনো ব্যাকরণ নেই বলে গ. এ রীতিতে তদ্ভব শব্দের প্রাধান্য থাকে বলে ঘ. এ রীতি পরিবর্তনশীল বলে উত্তর : ঘ. এ রীতি পরিবর্তনশীল বলে ৩৭. চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে ভিত্তি করে? ক. মিথিলা খ. চুরুলিয়া গ. আরাকান ঘ. কলকাতা উত্তর : ঘ. কলকাতা ৩৮. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. প্যারীচাঁদ মিত্র ঘ. প্রমথ চৌধুরী উত্তর : ঘ. প্রমথ চৌধুরী ৩৯. কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য? ক. তৎসম শব্দবাহুল্য খ. তদ্ভব শব্দবাহুল্য গ. প্রাচীনতা ঘ. অমার্জিততা উত্তর : খ. তদ্ভব শব্দবাহুল্য ৪০. সাধু ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে? ক. বিশেষ্য ও বিশেষণ খ. বিশেষণ ও অব্যয় গ. সর্বনাম ও ক্রিয়া ঘ. ক্রিয়া ও বিশেষ্য উত্তর : গ. সর্বনাম ও ক্রিয়া ৪১. 'গুরুচন্ডালী দোষ' বলতে কী বোঝায়? ক. কঠিন ও সহজ শব্দের মিশ্রণ খ. সাধু ও চলিত ভাষার মিশ্রণ গ. আঞ্চলিক ও চলিত ভাষার মিশ্রণ ঘ. সাধু ও উপভাষার মিশ্রণ উত্তর : খ. সাধু ও চলিত ভাষার মিশ্রণ ৪২. 'শবদাহ' স্থলে 'শবপোড়া' ব্যবহার করলে কী দোষ ঘটে? ক. বাহুল্য দোষ খ. বাগধারার রদবদল গ. গুরুচন্ডালী দোষ ঘ. উপমার ভুল প্রয়োগ উত্তর : গ. গুরুচন্ডালী দোষ ৪৩. মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায়- ক. কাব্য সাহিত্যে খ. দলিল দস্তাবেজে গ. পুঁথি সাহিত্যে ঘ. চিঠি-পত্রে উত্তর : গ. পুঁথি সাহিত্যে ৪৪. 'তারা' কোন ভাষারীতির শব্দ? ক. সাধু খ. কথ্য গ. চলিত ঘ. আঞ্চলিক উত্তর : গ. চলিত ৪৫. 'গুলি' শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়? ক. কথ্য রীতি খ. আঞ্চলিক রীতি গ. আধুনিক রীতি ঘ. সাধু রীতি উত্তর : ঘ. সাধু রীতি ৪৬. বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা? ক. প্রায় চব্বিশ কোটি খ. চব্বিশ কোটির উপরে গ. প্রায় পঁচিশ কোটি ঘ. প্রায় ত্রিশ কোটি উত্তর : ঘ. প্রায় ত্রিশ কোটি ৪৭. সাধু ভাষা কোথায় অনুপযোগী? ক. কবিতার পঙ্‌ক্তিতে খ. গানের কলিতে গ. গল্পের বর্ণনায় ঘ. নাটকের সংলাপে উত্তর : ঘ. নাটকের সংলাপে পরবর্তী অংশ আগামী সংখ্যায়