জাবিতে গবেষণা সম্মেলন

প্রকাশ | ২৬ মে ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'ক্রিটিক্যাল-অ্যাফেক্টিভ পেডাগজি ফর বাংলাদেশ : টিচিং ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, কালচারাল স্টাডিজ, অ্যান্ড কমিউনিকেশন অন ইংলিশ স্টাডিজ' শীর্ষক জাতীয় গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ে সিনেট হলে ২৪ মে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের সভাপতি সাবেরা সুলতানা। এসময় আরও উপস্থিত ছিলেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক মাসরুর শাহিদ হোসেন, সহযোগী অধ্যাপক ড. মোহম্মদ রায়হান শরীফ প্রমুখ। সম্মেলনে একাধিক পেস্ননারি সেশনে ৯৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণ করেন ১২০ জন গবেষক। এছাড়া ৪ জন কিনোট স্পিকার, ৪ জন পেস্ননারি স্পিকার তাদের বক্তব্য তুলে ধরেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর, এমফিল এবং পিএইচডির শিক্ষার্থীরা তাদের গবেষণা সারসংক্ষেপ তুলে ধরেন।