একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ২৫ মে ২০২৪, ০০:০০

মো. শাহিনুর রহমান, প্রভাষক (আইসিটি), বিএএফ শাহীন কলেজ, যশোর
বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত ১১৬. বায়োইনফরমেট্রিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হলো- র) ঝছখ রর) গধঃযষধন ররর) ঝঢ়ৎবধফ ঝযববঃ অহধষুংরং নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ১১৭. বায়োইনফরমেট্রিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হলো- র) ঈ রর) চুঃযড়হ ররর) ঢগখ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ১১৮. বায়োইনফরমেটিক্সে সাথে সম্পর্কিত বিষয় হলো- র) কম্পিউটার বিজ্ঞান রর) পরিসংখ্যান ররর) জীববিদ্যা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ১১৯. বায়োইনফরমেটিক্স ব্যবহার হলো- র) জিন ফাইন্ডিং রর) ডিএনএ ম্যাপিং ররর) ড্রাগ আবিষ্কার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ১২০. বায়োইনফরমেট্রিক্সের সফটওয়্যার হলো- র) ইরড়পড়হফঁপঃড়ৎ রর) ইরড়চুঃযড়হ ররর) ইরড়ঔধাধ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ১২১. বায়োইনফরমেটিক্স কাজ করে- র) পরিসংখ্যান নিয়ে রর) সফটওয়্যার নিয়ে ররর) ডেটাবেজ নিয়ে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ১২২. বায়োইনফরমেটিক্স প্রধান কাজ হলো- র) ডিএনএ ক্রোম থেকে প্রোটিন সিকুয়েন্স নির্ণয় করা রর) প্রোটিন সিকুয়েন্স থেকে প্রোটিন স্ট্রাকচার নির্ণয় করা ররর) প্রোটিন স্ট্রাকচার থেকে প্রোটিনের কাজ নির্ণয় করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর \হউত্তর : ঘ) র, রর ও ররর ১২৩. মানবদেহে জিনের সংখ্যা কত? ক) ১০-১৫ হাজার খ) ১৫-২০ হাজার গ) ২০-৩০ হাজার ঘ) ৩০-৫০ হাজার উত্তর : গ) ২০-৩০ হাজার ১২৪. জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয়? ক) বায়োমেট্রিক্স খ) বায়োইনফরমেটিক্স গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঘ) ন্যানো টেকনোলজি উত্তর : গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ১২৫. উচ্চফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? ক) রোবোটিক্স খ) ভার্চুয়াল রিয়েলিটি গ) ন্যানোটেকনোলজি ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং উত্তর : ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ১২৬. নতুন ধরনের ক্রোমোসোম তৈরির কৌশলকে কি বলে? ক) বায়োইনফরমেট্রিক্স খ) ন্যানোটেকনোলজি গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঘ) বায়োমেট্রিক্স উত্তর : গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ১২৭. এগঙ-এর পূর্ণরূপ হলো- ক) এবহবঃরপ গড়ফরভরবফ ঙৎমধহরংস খ) এবহবঃরপধষষু গড়ফরভরবফ ঙৎমধহরংস গ) এবহবঃরপ গড়ফরভরপধঃরড়হ ঙৎমধহরংধঃরড়হ ঘ) এবহব গড়ফরভরবফ ঙৎমধহরংস উত্তর : খ) এবহবঃরপধষষু গড়ফরভরবফ ঙৎমধহরংস ১২৮. কোনটির মাধ্যমে বিভিন্ন প্রকার হরমোন তৈরি করা সম্ভব হচ্ছে? ক) বায়োমেট্রিক্স খ) ন্যানোটেকনোলজি গ) ক্রায়োসার্জারি ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং উত্তর : ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ১২৯. কোনটি জীবের দেহের পরিবর্তন আনার জন্য প্রয়োজন? ক) বায়োইনফরমেট্রিক্স খ) ন্যানোটেকনোলজি গ) ক্রায়োসার্জারি ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং উত্তর : ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ১৩০. কোন প্রযুক্তি পাউরুটিতে ব্যবহৃত ইস্ট তৈরিতে ব্যবহৃত হয়? ক) ন্যানোটেকনোলজি খ) বায়োইনফরমেট্রিক্স গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঘ) ক্রায়োসার্জারি উত্তর : গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ১৩১. জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিকভাবে কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে? ক) শিক্ষা ক্ষেত্রে খ) কৃষি ক্ষেত্রে গ) ব্যবসা ক্ষেত্রে ঘ) গবেষণা ক্ষেত্রে উত্তর : ক) শিক্ষা ক্ষেত্রে ১৩২. নিচের কোনটি জীবদেহের উঘঅ-এর একক বিভাজনের জন্য একক বৈশিষ্ট্য নির্দেশ করে? ক) জিন খ) কোষ গ) ক্রোমোজোম ঘ) নিউক্লিয়াস উত্তর : ক) জিন পরবর্তী অংশ আগামী সংখ্যায়