শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

ইবিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৫ মে ২০২৪, ০০:০০
ইবিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক শ্রেণিতে বিভিন্ন বিভাগের ভর্তির যোগ্যতা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বাংলা বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের বাংলার পরিবর্তে ইংরেজিতে নির্দিষ্ট শর্ত রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অন্যদিকে বিজ্ঞপ্তিতে ইংরেজিতে ভর্তির ক্ষেত্রে নূ্যনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিকের ইংরেজিতে 'এ-' থাকতে হবে বলে উলেস্নখ করা হয়েছে। যে কোনো বিভাগে ভর্তির ক্ষেত্রে ওই বিভাগের সুপারিশের রাখা হয় বলে জানা গেছে। তবে এ বছর বাংলা বিভাগে ভর্তির ক্ষেত্রে বিভাগের কোনো সুপারিশ রাখা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ভর্তিচ্ছু ও অভিভাবকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে অবশ্যই 'বি' গ্রেড থাকতে হবে। তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এই বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের বাংলায় নূ্যনতম যোগ্যতা 'বি' গ্রেড রাখা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে