ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে প্রথম জার্নাল প্রকাশিত

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) 'আইএসইউ জার্নাল অব ইংলিশ স্ট্যাডিজ' শিরোনামে তাদের প্রথম জার্নাল প্রকাশ করল। বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ২১ মে ইংরেজি বিভাগের উদ্যোগে এই জার্নাল প্রকাশিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আউয়াল খান। সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশন্স (সিআরডিপি) পরিচালক এবং জার্নালটির উপদেষ্টা মো. মাহবুবুর রহমান অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচ টি এম কাদের নেওয়াজ, আইকিউএসি পরিচালক প্রফেসর ডক্টর একরামুল হক, ইংরেজি বিভাগের উপদেষ্টা প্রফেসর মো. আসাদ উলস্নাহ-আল-হোসেন। আরো উপস্থিত ছিলেন আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুলস্নাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান ডক্টর মো. আবুল কালাম আজাদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী।