বাকৃবিতে সেমিনার

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) ২১ মে এ সেমিনারের আয়োজন করা হয়। জিটিআই-এর পরিচালক অধ্যাপক ডক্টর বেনতুন মাওয়ার সভাপতিত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের প্রসিকিউটর সৈকত দত্তের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মো. হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম এবং ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়। এছাড়াও, দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।