দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
বহিপীর ২০২. 'বহিপীর' নাটকে বর্ণিত হাশেমের মাঝে লক্ষ্য করা যায়- র. মানবীয় মূল্যবোধ রর. যুক্তিবাদিতা ররর. কঠোর সত্যবাদিতা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর ২০৩. 'বহিপীর' নাটকে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান গ্রহণ করেছে- র. হাতেম আলি রর. হাশেম আলি ররর. তাহেরা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর ২০৪. 'বহিপীর' নাটকে জয় হয়েছে- র. মানবিকতার রর. যুক্তিগ্রাহ্যতার ররর. অন্ধবিশ্বাসের নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর নিচের উদ্দীপকটি পড়ে এবং ২০৫ ও ২০৬নং প্রশ্নের উত্তর দাও : জালাল উদ্দিন একজন কৃষক। সে একমাত্র চাষের জমি বন্ধক দিয়ে ঋণ নিয়েছিল। কিন্তু ঋণ শোধ করতে না পারায় এখন তার জমি নিলামে উঠেছে। এলাকার বৃদ্ধ মেম্বার জালাল উদ্দিনের বৃদ্ধ মেয়েকে বিয়ে করার শর্তে ঋণ শোধ করার টাকা দিতে চায়। কৃষক জালাল উদ্দিন মেম্বারের প্রস্তাব ফিরিয়ে দেয়। ২০৫. উদ্দীপকের মেম্বারের আচরণে 'বহিপীর' নাটকের কোন চরিত্রের প্রতিফলন ঘটেছে? ক. তাহেরা খ. হাতেম আলি গ. বহিপীর ঘ. হাশেম আলি উত্তর : গ. বহিপীর ২০৬. উদ্দীপকের জালাল উদ্দিন 'বহিপীর' নাটকের হাতেম আলির সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা- র. তার মাঝে নৈতিকতাবোধ ফুটে উঠেছে রর. সে উচ্চ মানবিক চেতনাসম্পন্ন মানুষ ররর. সে অসহায় একটি চরিত্র নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর নিচের উদ্দীপকটি পড়ে এবং ২০৭ ও ২০৮নং প্রশ্নের উত্তর দাও : সালমা বয়সে কিশোরী হলেও তার বাবা-মা এক বৃদ্ধের সাথে তার বিয়ে ঠিক করে। কিন্তু সালমা এই বিয়েতে রাজি হয় না। বাবা-মা জোর করে বিয়ের আয়োজন করলে সালমা বিয়ের রাতে বাড়ি ছেড়ে পালায়। ২০৭. উদ্দীপকের সালমা 'বহিপীর' নাটকের কোন চরিত্রের প্রতিনিধি? ক. তাহেরা খ. খোদেজা গ. বহিপীর ঘ. হাশেম আলি উত্তর : ক. তাহেরা ২০৮. উক্ত চরিত্রের সাথে সাদৃশ্য রেখে সালমাকে বলা যায়- র. দুঃসাহসী রর. অধিকার সচেতন ররর. পিতা-মাতার অবাধ্য নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর নিচের উদ্দীপকটি পড়ে এবং ২০৯ ও ২১০নং প্রশ্নের উত্তর দাও : কামাল একজন শিক্ষিত যুবক। তাদের গ্রামে জুলমত মিয়া তার কিশোরী মেয়েকে টাকার লোভে এক বুড়োর সাথে বিয়ে দিতে যায়। কামাল প্রতিবাদ করে এবং পুলিশে খবর দেয়। ২০৯. উদ্দীপকের কামালের সাথে 'বহিপীর' নাটকের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ? ক. বহিপীর খ. হাতেম আলি গ. হাশেম আলি ঘ. হকিকুলস্নাহ উত্তর : গ. হাশেম আলি ২১০. উক্ত সাদৃশ্যের কারণ- র. ন্যায়বোধ রর. সমপরিণতি ররর. মানবিকতাবোধ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : খ. র ও ররর নিচের উদ্দীপকটি পড়ে এবং ২১১ ও ২১২ নং প্রশ্নের উত্তর দাও : হারেজ আলি গ্রামের মাতবর। গ্রামের কৃষক হাসমতের ছোট মেয়ে সাহেদার ওপর তার নজর পড়ে। হাসমতও বুড় হারেজ আলির সাথে মেয়ের বিয়ে দিতে চায়। সাহেদা প্রথমে রাজি না থাকলেও পরে ভাবে ওখানে বিয়ে করলে অনেক টাকা-পয়সা হবে। আবার তার বাবার ঋণের টাকাও মওকুফ হবে। তাই পরবর্তীতে সাহেদা বিয়েতে রাজি হয়। ২১১. উদ্দীপকের হারেজ আলি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের প্রতিনিধি? ক. বহিপীর খ. হাতেম আলি গ. হাশেম আলি ঘ. হকিকুলস্নাহ উত্তর : ক. বহিপীর ২১২. উদ্দীপকের সাহেদার সাথে 'বহিপীর' নাটকের তাহেরার বৈসাদৃশ্য হলো- র. মনোভাবে রর. স্বার্থচিন্তায় ররর. ধর্মবিশ্বাসে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর নিচের উদ্দীপকটি পড়ে এবং ২১৩ ও ২১৪ নং প্রশ্নের উত্তর দাও : রইছউদ্দিন হাজি একজন কামেল পীর। রুস্তম বেপারী এ বছর সপরিবারে তার মুরিদ হয়। পীরসাহেব অবিবাহিত হওয়ায় রুস্তম তার মেয়েকে পীরের খেদমতে বিয়ে দিতে চায়। পীরসাহেবও অমত করেন না। ফলে মহাধুমধামে বিয়ে হয়ে যায়। ২১৩. উদ্দীপকের রুস্তম বেপারীর সাথে 'বহিপীর' নাটকের কার মিল রয়েছে? ক. বহিপীরের খ. হাতেম আলির গ. তাহেরার বাবার ঘ. হাশেম আলির উত্তর : গ. তাহেরার বাবার হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়