জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
মাদাম কুরী
প্রশ্ন: নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা যাবে না- উত্তর: কোনো মৃত ব্যক্তিকে। প্রশ্ন: মরণোত্তর নোবেল বিজয়ী তিনজন- উত্তর: এরিখ কালফেন্ট (১৯৩১), দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) এবং রালফ স্টেইনম্যান (২০১১) [নোবেল কমিটি জানত না]। প্রশ্ন: নোবেল বিজয়ী প্রথম নারী- উত্তর: ফ্রান্সের 'মাদাম কুরী' (পদার্থবিজ্ঞানে-১৯০৩ সাল)। প্রশ্ন: দুইবার নোবেল পুরস্কার বিজয়ী- উত্তর: বিজ্ঞানী মাদাম কুরী (১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে ও ১৯১১ সালে রসায়নে)। প্রশ্ন: দু'বার করে নোবেল পুরস্কার বিজয়ী- উত্তর: মাদাম কুরী, লিনাস পাউলিং, জন বার্ডেন ও ফ্রেডারিখ সেঙ্গার। প্রশ্ন: শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে- উত্তর: নোবেল কমিটি অব নরওয়েজিয়ান পার্লামেন্ট। প্রশ্ন: শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়- উত্তর: নরওয়েতে। প্রশ্ন: যে নোবেল পুরস্কারের জন্য ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকে বিবেচনা করা হয়- উত্তর: শান্তিতে নোবেল। প্রশ্ন: নারীরা সর্বাধিক নোবেল জয় করেছে- উত্তর: শান্তিতে প্রশ্ন: শান্তিতে প্রথম নোবেল বিজয়ী নারী- উত্তর: অষ্ট্রিয়ার 'বার্থাভন সুটনার (১৯০৫ সাল)। প্রশ্ন:শান্তিতে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী- উত্তর: ভিয়েতনামের 'ওলি ডাক থো', প্রশ্ন: শান্তিতে নোবেল প্রত্যাখ্যান করেন- উত্তর: ওলি ডাক প্রশ্ন: প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী- উত্তর: মিশরের আনোয়ার সাদাত' (১৯৭৮ সাল)। প্রশ্ন: প্রথম বাংলাদেশি নোবেল বিজয়ী- উত্তর: ড. মুহম্মদ ইউনুস (২০০৬) বাংলাদেশ।