একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

মো. শাহিনুর রহমান, প্রভাষক (আইসিটি), বিএএফ শাহীন কলেজ, যশোর
বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত ৯৪. কম্পিউটার সিস্টেমে পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়- র) ফিঙ্গার প্রিন্ট রর) ফেস রিকগনিশন ররর) মুখের ছবি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ৯৫. বায়োমেট্রিক্স সিস্টেমে বায়োলজিক্যাল ডেটা হলো- র) আইরিশ রর) হাতের রেখা ররর) হ্যান্ড জিওমেট্রি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর :ঘ) র, রর ও ররর ৯৬. বায়োমেট্রিক্স সিস্টেমে বায়োলজিক্যাল ডেটা হলো- র) চলাফেরা রর) ব্যক্তির আচরণ ররর) শিরা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ৯৭. বায়োমেট্রিক্স সিস্টেমের প্রকারভেদ হলো- র) চযুংরড়ষড়মরপধষ রর) ইবযধারড়ঁৎধষ ররর) ঘধঃঁৎধষ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ও রর ৯৮. শরীরবৃত্তীয় বায়োমেট্রিক্স হলো- র) আইরিশ রর) হাতের রেখা ররর) হ্যান্ড জিওমেট্রি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ৯৯. আচরণগত বায়োমেট্রিক্স হলো- র) স্বাক্ষর রর) কী-স্ট্রোক ররর) মুখের কথা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ১০০. শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স হলো- র) আইরিশ রর) হাতের রেখা ররর) শিরা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১০১. বায়োমেট্রিক্স পদ্ধতির কাজ হলো- র) ব্যক্তি শনাক্তকরণ রর) সত্যা সত্য নির্ধারণ ররর) নিরাপত্তা নিশ্চিতকরণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ১০২. বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে- র) জাতীয় পরিচয় পত্রে রর) পাসপোর্টে ররর) জন্ম নিবন্ধনে \হনিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে পরবর্তী প্রশ্নটির উত্তর দাও। আইসিটি শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলো নিভিয়ে নিয়ে গেল সমুদ্রসৈকতে যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল। ১০৩. শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়োগ দ্বারা ল্যাবে প্রবেশ করল? ক) আঙ্গুলের ছাপ খ) মুখের গড়ন গ) কণ্ঠস্বর ঘ) রেটিনা উত্তর : ঘ) রেটিনা \হনিচের অনুচ্ছেদটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও : বিএএফ শাহীন কলেজ যশোরের সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীগণকে প্রতিষ্ঠানে প্রবেশের সময় নির্দিষ্ট ডিভাইসে আঙ্গুলের ছাপ ব্যবহার করে কলেজে প্রবেশ করতে হয় এবং কলেজ ছুটি হওয়ার পর কলেজ থেকে বের হওয়ার সময় ঠিক একই পদ্ধতিতে বের হতে হয়। ১০৪. উদ্দীপকে যে ধরনের ডেটার কথা বলা হয়েছে তা হলো- ক) সাধারণ ডেটা খ) নিউমেরিক্যাল ডেটা গ) বায়োলজিক্যাল ডেটা ঘ) অ্যানালগ ডেটা উত্তর : গ) বায়োলজিক্যাল ডেটা ১০৫. উক্ত ডিভাইসে আঙ্গুলের ছাপ ছাড়াও অন্যান্য যেসব পদ্ধতিতে কলেজে প্রবেশ করা যাবে- র) হাতের তালুর ছাপ রর) চোখের রেটিনা ররর) কণ্ঠস্বর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ১০৬. তথ্যপ্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যার সমাধানকে কী বলা হয়? ক) ন্যানোটেকনোলজি খ) বায়োমেট্রিক্স গ) বায়োইনফরমেটিক্স ঘ) বায়োটেকনোলজি উত্তর : গ) বায়োইনফরমেটিক্স ১০৭. কোনটি বায়োইনফরমেট্রিক্সের মূল উদ্দেশ্য? ক) জৈবিক পদ্ধতি সম্পর্কে গবেষণা করা খ) কম্পিউটার বিজ্ঞানের তথ্যমালা বিশ্লেষণ করা গ) জীববিদ্যার তথ্যমালা সংরক্ষণ করা ঘ) অজৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা উত্তর : ক) জৈবিক পদ্ধতি সম্পর্কে গবেষণা করা ১০৮. জীবসংক্রান্ত তথ্যব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো- ক) বায়োইনফরমেটিক্স খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং গ) বায়োমেট্রিক্স ঘ) রোবটিক্স উত্তর : ক) বায়োইনফরমেটিক্স ১০৯. বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করে? ক) বায়োইনফরমেট্রিক্স খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং গ) ন্যানোটেকনোলজি ঘ) ক্রায়োসার্জারি উত্তর : ক) বায়োইনফরমেট্রিক্স ১১০. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োইনফরমেট্রিক্স উভয় প্রযুক্তি কোনটি দিয়ে গবেষণা করে? ক) কোষ খ) উঘঅ গ) টিসু্য ঘ) জিন উত্তর : খ) উঘঅ ১১১. উঘঅ-এর পূর্ণরূপ কোনটি? ক) উধঃধ ঘঁপষবরপ অপরফ খ) উরংলড়রহঃ ঘঁপষবরপ অপরফ গ) উবড়ীুৎরনড় ঘঁপষবরপ অপরফ ঘ) উরংঃৎরনঁঃবফ ঘরপঃৎরপ অপরফ উত্তর : গ) উবড়ীুৎরনড় ঘঁপষবরপ অপরফ ১১২. কোন ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যবহার হয় না? ক) ড্রাগ আবিষ্কারে খ) প্রোটিনের গঠন আবিষ্কারে গ) ডিএনএ ম্যাপিং-এ ঘ) ব্যক্তি শনাক্তকরণে উত্তর : ঘ) ব্যক্তি শনাক্তকরণে ১১৩. জীববিদ্যা সংক্রান্ত কাজে ডেটার সংরক্ষণ, বিশ্লেষণ, আহরণ, সাজানো ইত্যাদি ক্ষেত্রে সফটওয়্যার উন্নয়নকে বলে- ক) বায়োমেট্রিক্স খ) বায়োইনফরমেট্রিক্স গ) ন্যানোটেকনোলজি ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং উত্তর : খ) বায়োইনফরমেট্রিক্স ১১৪. জিন বিষয়ক তথ্য অনুসন্ধান জ্ঞানকে বলে- ক) বায়োমেট্রিক্স খ) বায়োইনফরমেটিক্স গ) ন্যানোটেকনোলজি ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং উত্তর : খ) বায়োইনফরমেটিক্স ১১৫. নতুন ওষুধ আবিষ্কার করার প্রচেষ্টা করা হয় কোন ক্ষেত্রে? ক) বায়োমেট্রিক্স খ) বায়োইনফরমেট্রিক্স গ) ন্যানোটেকনোলজি ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং উত্তর : খ) বায়োইনফরমেট্রিক্স হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়