শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২৩ মে ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

বহিপীর

১৮৭. তাহেরা পালিয়ে গেলেও পুলিশে খবর না দিয়ে বহিপীর-

র. বাস্তবজ্ঞানের পরিচয় দিয়েছেন

রর. মানবতা দেখিয়েছেন

ররর. ধৈর্যের পরিচয় দিয়েছেন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : খ. র ও ররর

১৮৮. খোদেজা তাহেরাকে বহিপীরের কাছে ফিরিয়ে দিতে চায়-

র. ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন হওয়ায়

রর. নারীর অধিকার সম্পর্কে সচেতন না হওয়ায়

ররর. সংসারে বোঝা বাড়ার আশঙ্কায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

১৮৯. হাশেমের মতে বার্তাবাহক নির্বিকার থাকতে পারে না-

র. কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব থাকলে

রর. কোনো দলের প্রতি সহানুভূতি না জাগলে

ররর. ঘটনাপ্রবাহ অনুকূলে না থাকলে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : খ. র ও ররর

১৯০. হাশেমের মতে পীরসাহেব-

র. বেখেয়ালী লোক

রর. সাবধানী লোক

ররর. কুটিল মানসিকতার লোক

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : গ. রর ও ররর

১৯১. তাহেরা নিজেকে বহিপীরের বউ বলে মেনে নিতে রাজি নয়-

র. জোর করে বিয়ে দেওয়ায়

রর. বহিপীরের সাথে কখনো দেখা যায়নি বলে

ররর. যৌতুক দিতে হয়েছে বলে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

১৯২. তাহেরার মাঝে লক্ষ্য করা যায়-

র. ব্যক্তি স্বাধীনতা

রর. প্রতিবাদমুখরতা

ররর. ঈর্ষাকাতরতা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

১৯৩. 'বহিপীর' নাটকে বর্ণিত খোদেজা চরিত্রে লক্ষ্য করা যায়-

র. ধর্মান্ধতা রর. কুটিলতা ররর. কুসংস্কারাচ্ছন্নতা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : খ. র ও ররর

১৯৪. 'বহিপীর' নাটকে বর্ণিত হাশেম আলি বেশি চিন্তিত-

র. তাহেরার সুরক্ষার বিষয়ে

রর. জমিদারি হারানো নিয়ে

ররর. বাবার মানসিক যন্ত্রণাভোগ সম্পর্কে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : খ. র ও ররর

১৯৫. জমিদারি নিলামে উঠলে জমিদার সাহেব-

র. তাহেরাকে ফিরিয়ে দিতে বাধ্য হবেন

রর. ছেলেকে ছাপাখানা বসানোর টাকা দিতে পারবেন না

ররর. মানসম্মান নিয়ে জীবনধারণ করতে পারবেন না

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : গ. রর ও ররর

১৯৬. বহিপীরের বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়-

র. তাহেরার উপস্থিতির কথা জেনেও ধৈর্য ধারণে

রর. পুলিশ ডেকে আনার হুকুম প্রদানে

ররর. জমিদারকে শর্তসাপেক্ষে কর্জ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : খ. র ও ররর

১৯৭. বহিপীরের কাছে তাহেরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণের কারণ-

র. মানবতাবোধ রর. কৃতজ্ঞতাবোধ ররর. অনুতাপবোধ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

১৯৮. 'বহিপীর' নাটকের মূলত কাহিনী গড়ে উঠেছে-

র. ধর্মব্যবসায়ী পীরের স্বার্থপরতা নিয়ে

রর. প্রতিবাদী নারীর অধিকার সচেতনতা নিয়ে

ররর. জমিদারি প্রথার অন্তিম দশা নিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

১৯৯. বহিপীরের কূটকৌশল হলো-

র. তাহেরাকে পুলিশের ভয় দেখানো

রর. জমিদারের অসহায়ত্বের সুযোগ নেওয়া

ররর. জমিদারকে বিনা শর্তে টাকা ধার দেওয়া

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

২০০. 'বহিপীর' নাটকে মানসিক দ্বন্দ্ব লক্ষ্য করা যায়-

র. খোদেজা ও হাশেমের মাঝে

রর. বহিপীর ও তাহেরার মাঝে

ররর. জমিদার ও বহিপীরের মাঝে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

২০১. বহিপীরের ধর্ম ব্যবসায়ের মূলধন হলো-

র. কুসংস্কার রর. ধর্মবিশ্বাস ররর. সরলতা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে