শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ২২ মে ২০২৪, ০০:০০
নবাব স্যার সলিমুলস্নাহ

প্রশ্ন : নওয়াব আব্দুল লতিফের উলেস্নখযোগ্য কীর্তি-

উত্তর : মোহামেডান লিটারেরি সোসাইটি, প্রতিষ্ঠা ১৮৬৩ সালে।

প্রশ্ন : বঙ্গভঙ্গ হয়-

উত্তর : লর্ড কার্জনের সময়।

প্রশ্ন : বঙ্গভঙ্গ কার্যকর হয়-

উত্তর : ১৯০৫ সালে, ১৬ অক্টোবর।

প্রশ্ন : বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ করেন-

উত্তর : ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ।

প্রশ্ন : বঙ্গভঙ্গ রদ হয়-

উত্তর : ১৯১১ সালে।

প্রশ্ন : উপমহাদেশে ভবিষ্যৎ সংবিধানের খসড়া তৈরির জন্য গঠিত কমিশনের নাম-

উত্তর : ১৯২৭ সালে, সাইমন কমিশন।

প্রশ্ন : কংগ্রেস প্রতিষ্ঠিত হয়-

উত্তর : ১৮৮৫ সালে।

প্রশ্ন : কংগ্রেস প্রতিষ্ঠা করেন-

উত্তর : অ্যালান অক্টোভিয়ান হিউম।

প্রশ্ন : লক্ষ্নৌ চুক্তি স্বাক্ষরিত হয়-

উত্তর : ১৯১৬ সালে।

প্রশ্ন : অসহযোগ আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন-

উত্তর : মহাত্মা গান্ধী।

প্রশ্ন : মহাত্মা গান্ধীর প্রকৃত নাম-

উত্তর : করমচাঁদ মোহনদাস গান্ধী।

প্রশ্ন : মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়-

উত্তর : ১৯০৬ সালে।

প্রশ্ন : মুসলীম লীগের প্রস্তাবক-

উত্তর : নবাব স্যার সলিমুলস্নাহ।

প্রশ্ন : খেলাফত আন্দোলন শুরু হয়-

উত্তর : ১৯২০ সালে।

প্রশ্ন : ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়-

উত্তর : ১৯৩৫ সালে।

প্রশ্ন : 'দ্বি-জাতি তত্ত্বের' প্রবক্তা-

উত্তর : মুহম্মদ আলী জিন্নাহ।

প্রশ্ন : 'দ্বি-জাতি তত্ত্ব' ঘোষণা করা হয়-

উত্তর : ১৯৩৯ সালে।

প্রশ্ন : 'লাহোর প্রস্তাব' ঘোষণা করেন-

উত্তর : শেরে বাংলা এ.কে. ফজলুল হক, ২৩ মার্চ, ১৯৪০ সালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে