কুয়েটে কর্মশালা

প্রকাশ | ২২ মে ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের আয়োজনে ১৮ মে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে ইনস্টিটিউট অব এনভারমেন্ট অ্যান্ড পাওয়ার টেকনোলজির পরিচালক প্রফেসর ড. এএনএম মিজানুর রহমান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম বক্তৃতা প্রদান করেন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আইইবির অকুপেশনাল সেফটি বোর্ডের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাসান আলী। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ইএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।