ঢাবির সঙ্গে চীনের বিশ্ববিদ্যালয়ের আলোচনা
প্রকাশ | ২১ মে ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামালের সঙ্গে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর শাও ওয়েইকিং সাক্ষাৎ করেছেন। এ সময় তারা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী বিনিময় নিয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ১১ মে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের লিটারেচার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ওয়াং গুওকসু, ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অ্যান্ড কো-অপারেশন অফিসের পরিচালক অধ্যাপক লিউ চ্যাং, শারীরিক শিক্ষা অনুষদের সহযোগী ডিন অধ্যাপক হু ইংগু এবং অধ্যাপক গাও রুইহং। সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাছার, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর সাইদুর রহমান এবং রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার উপস্থিত ছিলেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করেন।