বহিপীর
১৫৩. কার সম্পর্কে বহিপীর নেহাতই ভুল ভেবেছেন?
ক. খোদেজা খ. তাহেরা
গ. হাতেম আলি ঘ. হাশেম আলি
উত্তর : গ. হাতেম আলি
১৫৪. হাতেম আলি সম্পর্কে বহিপীর কী ভেবেছিলেন?
ক. টাকার লোভে তার কথা শুনবে
খ. টাকা নিতে অস্বীকৃতি জানাবে
গ. জমিদারি বাঁচাতে লড়াই করবে
ঘ. টাকা ছাড়াই তাহেরাকে ফিরিয়ে দেবে
উত্তর : ক. টাকার লোভে তার কথা শুনবে
১৫৫. বিনা শর্তে টাকা গ্রহণের অনুরোধে সাড়া দিয়ে বহিপীর তার কিসের সম্মান দিতে বলেছেন?
ক. টাকার
খ. জোব্বার
গ. ক্ষমতার ঘ. লাঠির
উত্তর : খ. জোব্বার
১৫৬. ইহা পরাজিত শত্রম্নর শেষ দাবি- 'বহিপীর' নাটকে কিসের কথা বলা হয়েছে?
ক. তাহেরাকে ফিরে পাওয়ার কথা
খ. জমিদারি ফিরে পাওয়ার কথা
গ. বিনা শর্তে কর্জ নেওয়ার কথা
ঘ. পুলিশে খবর না দেওয়ার কথা
উত্তর : গ. বিনা শর্তে কর্জ নেওয়ার কথা
১৫৭. বহিপীরের মতে সকলে মিলে তাকে কিসে পরিণত করেছে?
ক. মানুষে খ. অমানুষে
গ. দেবতায় ঘ. কাপুরুষে
উত্তর :খ. অমানুষে
১৫৮. বহিপীরের মতে কোন দাবি কবুল করতেই হয়?
ক. শত্রম্নর প্রথম দাবি
খ. স্বামীর কাছে স্ত্রীর দাবি
গ. পরাজিত শত্রম্নর শেষ দাবি
ঘ. বন্ধুর কাছে বন্ধুর দাবি
উত্তর : গ. পরাজিত শত্রম্নর শেষ দাবি
১৫৯. 'পীরের ঐ এক সুবিধা'- বহিপীর কিসের কথা বলেছেন?
ক. টাকার অভাব হয় না
খ. বদদোয়া গায়ে লাগে না
গ. বৃদ্ধ বয়সেও বিয়ে করা যায়
ঘ. বইয়ের ভাষায় কথা বলা যায়
উত্তর : খ. বদদোয়া গায়ে লাগে না
১৬০. তাহেরাকে ফিরে পাওয়ার জন্য বহিপীরের সর্বপ্রথম কোন কৌশল গ্রহণ করেন?
ক. পুলিশে খবর দেন
খ. তাহেরার চাচাতো ভাইকে আনান
গ. ধর্মীয় বিয়ের দোহাই দেন
ঘ. জমিদারের অসহায়ত্বের সুযোগ নেন
উত্তর : গ. ধর্মীয় বিয়ের দোহাই দেন
১৬১. তাহেরা বহিপীরের সাথে ফিরে যেতে রাজি হলো কেন?
ক. পীরের বদদোয়ার ভয়ে
খ. জমিদারের অসহায়ত্বের কথা ভেবে
গ. পীরের স্ত্রী হওয়ায়
ঘ. পুলিশের ভয়ে
উত্তর : খ. জমিদারের অসহায়ত্বের কথা ভেবে
১৬২. 'বহিপীর' নাটকে বিশ শতকের নারী জাগরণের প্রতীক কে?
ক. খোদেজা খ. তাহেরা
গ. তাহেরার সৎমা ঘ. বহিপীরের প্রথম স্ত্রী
উত্তর : খ. তাহেরা
১৬৩. 'বহিপীর' নাটকে নেতিবাচক চরিত্র কোনটি?
ক. খোদেজা খ. বহিপীর
গ. হাশেম আলি ঘ. হাতেম আলি
উত্তর : খ. বহিপীর
১৬৪. 'বহিপীর' নাটকে বর্ণিত হাশেম আলি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে?
ক. এসএসসি খ. এইচএসসি
গ. বিএ ঘ. এমএ
উত্তর : গ. বিএ
১৬৫. 'বহিপীর' নাটকে যুক্তিবাদী ও আধুনিক ধ্যান-ধারণা সম্পন্ন চরিত্র কোনটি?
ক. হাশেম আলি খ. হাতেম আলি
গ. বহিপীর ঘ. খোদেজা
উত্তর : ক. হাশেম আলি
১৬৬. 'বহিপীর' নাটকে ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়েছে কে?
ক. বহিপীর খ. হাতেম আলি
গ. খোদেজা ঘ. হাশেম আলি
উত্তর : ঘ. হাশেম আলি
১৬৭. হাতেম আলির জমিদারি নিলামে উঠেছে কেন?
ক. বহিপীরের কূটচালের কারণে
খ. খাজনা বাকি পড়ায়
গ. জমিদারির সময়সীমা পার হওয়ায়
ঘ. প্রজাদের অত্যাচার করায়
উত্তর :খ. খাজনা বাকি পড়ায়
১৬৮. 'বহিপীর' নাটকে ব্যক্তিত্বহীন চরিত্র হিসেবে কাকে মনে করা যায়?
ক. বহিপীর খ. হকিকুলস্নাহ
গ. খোদেজা ঘ. হাশেম আলি
উত্তর : খ. হকিকুলস্নাহ
১৬৯. বাদলের মা খুবই ধর্মপ্রাণ নারী। বাড়ির কারও অসুখ-বিসুখ হলে পীর-ফকিরের দ্বারস্থ হয়। বাদলের মায়ের সাথে 'বহিপীর' নাটকের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ?
ক. হাশেম খ. তাহেরা
গ. খোদেজা ঘ. বহিপীর
উত্তর : গ. খোদেজা
১৭০. খোদেজা ডেমরা ঘাট থেকে তাহেরাকে তুলে নেয় কেন?
ক. বহিপীরের কাছে ফেরত দিতে
খ. ছেলের বউ বানাতে
গ. মাতৃসুলভ মমতা অনুভব করায়
ঘ. কাজের লোক প্রয়োজন ছিল বলে
উত্তর : গ. মাতৃসুলভ মমতা অনুভব করায়
১৭১. কী ঘটলে সওয়াব পাবেন বলে মনে করেছেন খোদেজা?
ক. হাশেম-তাহেরার বিয়ে হলে
খ. ভন্ডপীরকে তাড়াতে পারলে
গ. বহিপীর ও তাহেরার মিলন হলে
ঘ. তাহেরাকে লুকিয়ে রাখলে
উত্তর :গ. বহিপীর ও তাহেরার মিলন হলে
১৭২. মালেকের বাবা নিজের ভাগ্য পরিবর্তনের জন্য এক মাজারে নিয়মিত টাকা দেন। 'বহিপীর' নাটকে উলিস্নখিত কোন বিষয়টি তার মাঝে প্রতিফলিত?
ক. পীরভক্তি খ. অন্ধবিশ্বাস
গ. অমানবিকতা ঘ. ধর্মভীরুতা
উত্তর :খ. অন্ধবিশ্বাস
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়