দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
প্রকাশ | ২০ মে ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
বহিপীর
১৩১. ও কে আবার উঁকি মারছে। - খোদেজা কার কথা বলছে?
ক. বহিপীর খ. হকিকুলস্নাহ
গ. পুলিশ ঘ. মামী
উত্তর : খ. হকিকুলস্নাহ
১৩২. জিব্রাইলের মতো বহিপীরের কাঁধের ওপর দাঁড়িয়ে আছে কে?
ক. হাশেম খ. হাতেম আলি
গ. হকিকুলস্নাহ ঘ. পুলিশ
উত্তর : গ. হকিকুলস্নাহ
১৩৩. 'আমি খাল কেটে ঘরে যেন কুমির এনেছি'- খোদেজা কোন কাজটির প্রতি ইঙ্গিত করেছে?
ক. বহিপীরকে বজরার আশ্রয়ে দেওয়া
খ. হকিকুলস্নাহকে বজরায় থাকতে দেওয়া
গ. তাহেরাকে বজরায় আশ্রয় দেওয়া
ঘ. হাশেমকে বজরায় থাকতে দেওয়া
উত্তর :গ. তাহেরাকে বজরায় আশ্রয় দেওয়া
১৩৪. 'আমি স্বপ্নেও ভাবতে পারি না'- খোদেজা কী ভাবতে পারেন না?
ক. জমিদারি হারানোর বিষয়টি
খ. তাহেরা-হাশেমের বিয়ের বিষয়টি
গ. পীরের স্ত্রী হওয়ার বিষয়টি
ঘ. আনোয়ার উদ্দিনের না আসার বিষয়টি
উত্তর : খ. তাহেরা-হাশেমের বিয়ের বিষয়টি
১৩৫. বজরায় তাহেরার পক্ষে কে সব সময়ই থেকেছে?
ক. হাতেম আলি খ. হাশেম আলি
গ. খোদেজা ঘ. হকিকুলস্নাহ
উত্তর :খ. হাশেম আলি
১৩৬. হাশেম আলি হঠাৎ দুহাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করে কেন?
ক. জমিদারি চলে যাবে ভেবে
খ. বাবার কষ্টের কথা ভেবে
গ. ছাপাখানা দিতে না পারার কারণে
ঘ. তাহেরাকে হারানোর ভয়ে
উত্তর :খ. বাবার কষ্টের কথা ভেবে
১৩৭. হাতেম আলির কাছে কোন ডাকটা ঠাট্টার মতো মনে হয়?
ক. মিয়াভাই খ. জমিদার সাহেব
গ. হাশেমের বাপ ঘ. হাতেম তাই
উত্তর :খ. জমিদার সাহেব
১৩৮. বহিপীরের মতে কোনটি না ঘটলে গভীর দুঃখগ্রস্ত দুটি লোক পরস্পরের কাছে নিতান্তই অপরিচিত থেকে যায়?
ক. দুঃখের কারণ এক হলে
খ. দুঃখের কারণ এক না হলে
গ. দুঃখ তখনো শেষ না হলে
ঘ. দুঃখকে অভিশাপ মনে করলে
উত্তর : খ. দুঃখের কারণ এক না হলে
১৩৯. লোকেরা বহিপীর সম্বন্ধে কী বলে?
ক. তার মাঝে রুহানি শক্তি আছে
খ. তার টাকা-পয়সার অভাব নেই
গ. তার সুখের কথা বোঝা শক্ত
ঘ. তার কাছে জান্নাতের চাবি আছে
উত্তর : ক. তার মাঝে রুহানি শক্তি আছে
১৪০. কে মানুষের মনের কথা বুঝতে পারে?
ক. বহিপীর খ. তাহেরা
গ. খোদেজা ঘ. হাতেম আলি
উত্তর :ক. বহিপীর
১৪১. বহিপীরের মতে, তাহেরা কোথাও কীসের আভাস পেলে তার মনটা কৃতজ্ঞতায় ভরে যাবে?
ক. অর্থ-সম্পদের খ. স্নেহ-মমতার
গ. নতুন আত্মীয়তার ঘ. শিক্ষা-দীক্ষার
উত্তর :খ. স্নেহ-মমতার
১৪২. বহিপীরের মতে, সমস্ত ত্যাগ করলে মানুষ কিসে পরিণত হয়?
ক. প্রকৃত মানুষে খ. যন্ত্রে
গ. অমানুষে ঘ. পীর-দরবেশে
উত্তর : গ. অমানুষে
১৪৩. শহরে তার কয়জন ধনী মুরিদ আছেন বলে বহিপীর উলেস্নখ করেছেন?
ক. দুইজন খ. তিনজন
গ. চারজন ঘ. পাঁচজন
উত্তর :খ. তিনজন
১৪৪. বহিপীর কোন শর্তে হাতেম আলিকে টাকা কর্জ দেবেন?
ক. পরিশোধ না করার শর্তে
খ. সুদসহ ফেরত দেওয়ার শর্তে
গ. তাহেরাকে ফিরে পাওয়ার শর্তে
ঘ. তার মুরিদ হওয়ার শর্তে
উত্তর : গ. তাহেরাকে ফিরে পাওয়ার শর্তে
১৪৫. পিঠ টিপে দেওয়ার জন্য বহিপীর কাকে হুকুম দেয়?
ক. হকিকুলস্নাহকে খ. তাহেরাকে
গ. হাশেমকে ঘ. হাতেম আলিকে
উত্তর :ক. হকিকুলস্নাহকে
১৪৬. হাশেমের মতে, পীরের কিস্তিমাৎ করা চাল কোনটি?
ক. জমিদারকে কর্জ দেওয়ার সিদ্ধান্ত
খ. পুলিশ ডাকার হুমকি
গ. জমিদারের বজরায় আশ্রয় নেওয়া
ঘ. বিনাশর্তে কর্জ দেওয়ার সিদ্ধান্ত
উত্তর :ক. জমিদারকে কর্জ দেওয়ার সিদ্ধান্ত
১৪৭. বহিপীরের কর্জ দেওয়ার শর্তের কথা শুনে তাহেরা কী সিদ্ধান্ত নেয়?
ক. পালিয়ে যাবে খ. ফিরে যাবে
গ. আত্মহত্যা করবে ঘ. বহিপীরকে খুন করবে
উত্তর :খ. ফিরে যাবে
১৪৮. বহিপীরের শর্ত মানতে গিয়ে হাতেম আলির নিজেকে কিসের মতো লাগে?
ক. চোরের মতো খ. ডাকাতের মতো
গ. কসাইয়ের মতো ঘ. পুলিশের মতো
উত্তর :গ. কসাইয়ের মতো
১৪৯. টাকার বিনিময়ে তাহেরাকে বহিপীরের হাতে তুলে দিতে হাতেম আলি রাজি হন না কেন?
ক. টাকার প্রয়োজন ফুরিয়েছে বলে
খ. অন্যত্র টাকার ব্যবস্থা হয়েছে বলে
গ. মানবিকতাবোধ জেগেছে বলে
ঘ. বহিপীর মন্দলোক বলে
উত্তর : গ. মানবিকতাবোধ জেগেছে বলে
১৫০. 'নিজেকে যেন কসাইর মতো মনে হচ্ছে'- হাতেম আলির উক্তিটিতে কোন ভাব প্রকাশিত হয়েছে?
ক. বিরক্তি খ. মানবিকতাবোধ
গ. বিস্ময় ঘ. ভাবালুতা
উত্তর : খ. মানবিকতাবোধ
১৫১. তাহেরার জন্য কিছু করতে না পারার জন্য হাতেম কোনটিকে অর্থহীন বলেছে?
ক. জমিদারি টিকিয়ে রাখাকে
খ. চক্ষু লজ্জার অনুভবকে
গ. বেঁচে থাকাকে
ঘ. শারীরিক সুস্থতাকে
উত্তর :খ. চক্ষু লজ্জার অনুভবকে
১৫২. জমিদারকে বিনা শর্তে টাকা কর্জ দেওয়ার বিষয়টিকে বহিপীর কী বলেছেন?
ক. পীরি বদান্যতা খ. দয়াহীন দান
গ. বিশেষ অনুরোধ ঘ. অনিচ্ছাকৃত ভুল
উত্তর : গ. বিশেষ অনুরোধ
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়